Tomato Price Drop: ৩ টাকা কিলোতেও কিনতে চাইছে না টমেটো, চমকে দেওয়ার মতো খবর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চলতি বছরের শুরুতে টমেটোর দাম ছিল আকাশ ছোঁওয়া। গত এক মাসে টমেটোর দাম প্রায় এক তৃতীয়াংশ কমেছে৷
#কোয়েম্বাটুর: গত এক মাসে টমেটোর দাম ২৯ শতাংশ কমেছে। টমেটোর দাম কমে যাওয়ায় ক্রেতারা স্বস্তি পেলেও টমেটো চাষীদের ফসল চাষের খরচ উঠছে না।তাতেই মাথাই হাত৷ তামিলনাড়ুতে টাকার দাম এতটাই কমে গেছে যে চাষীদের থেকে মাত্র ৩ টাকা কেজিতেও কিনতে রাজি হচ্ছে না৷ এতেই ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা৷ Photo- Representative
advertisement
ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ি কৃষক পেরিয়াসামি, যিনি মন্ডিতে ফসল বিক্রি করতে এসেছিলেন, তিনি বলেছিলেন যে এক একর টমেটো ফলাতে ৭৫ হাজার টাকা অন্তত খরচ হয়। বাজারে যদি টমেটো অন্তত ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়, তাহলে কৃষকের খরচ মেটে। কিন্তু দক্ষিণ ভারতে এখন এমন অবস্থা অর্থাৎ এত বেশি টমেটোর ফলন হয়েছে যে কোনও ব্যবসায়ী বাজারে ১৫ টাকা কেজিতে টমেটো কিনতে প্রস্তুত নয়। Photo- Representative
advertisement
তাই এখন এই টমেটো আবর্জনার মতো হয়ে গেছে৷ ময়লা হিসেবে ফেলে দেওয়া ছাড়া কৃষকদের আর কোনও উপায় নেই। কোয়েম্বাটুরের ধর্মপুরী এলাকায় আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে৷ ৯ হাজার ৩০০ একর জমিতে টমেটোর চাষ হয়েছিল। এই জেলা প্রতি বছরই সারাদেশের টমেটোর যোগান দেয়৷ ৬০ টনের বেশি উৎপাদন হয়। Photo- Representative
advertisement