ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে SBI, এবার এটিএম থেকে টাকা তুলতে হবে এই উপায়ে
Last Updated:
ক্যাশ তোলার নয়া ব্যবস্থার ঘোষণা করলেন এসবিআইয়ের চেয়ারম্যান ৷ এই ঘোষণার পরই জল্পনা শুরু তাহলে কি এবার ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর ৷ একসঙ্গে একাধিক ডেবিট কার্ড বয়ে নিয়ে বেরনোর ঝক্কি থেকে মুক্তি ৷ ডেবিট কার্ড ছাড়াও ক্যাশ তোলার নয়া ব্যবস্থার ঘোষণা করলেন এসবিআইয়ের চেয়ারম্যান ৷ এই ঘোষণার পরই জল্পনা শুরু তাহলে কি এবার ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, YONO Cash Points -YCP অর্থাৎ বিশেষ এটিএম-এ পৌঁছে ডেবিট কার্ড ছাড়া টাকা তুলতে হলে একইভাবে লগইন করতে হবে YONO Cash landing page-এ ৷ এতে নতুন একটি পেজ খুলে যাবে, যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলেই YONO Cash PIN তৈরি হবে ৷ এই পিন এটিএম-এ দেওয়ার পর কত টাকা ক্যাশ তুলতে হবে তা কনফার্ম করলেই মেশিন থেকে বেরিয়ে আসবে টাকা ৷
advertisement