ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে SBI, এবার এটিএম থেকে টাকা তুলতে হবে এই উপায়ে

Last Updated:
ক্যাশ তোলার নয়া ব্যবস্থার ঘোষণা করলেন এসবিআইয়ের চেয়ারম্যান ৷ এই ঘোষণার পরই জল্পনা শুরু তাহলে কি এবার ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
1/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর ৷ একসঙ্গে একাধিক ডেবিট কার্ড বয়ে নিয়ে বেরনোর ঝক্কি থেকে মুক্তি ৷ ডেবিট কার্ড ছাড়াও ক্যাশ তোলার নয়া ব্যবস্থার ঘোষণা করলেন এসবিআইয়ের চেয়ারম্যান ৷ এই ঘোষণার পরই জল্পনা শুরু তাহলে কি এবার ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর ৷ একসঙ্গে একাধিক ডেবিট কার্ড বয়ে নিয়ে বেরনোর ঝক্কি থেকে মুক্তি ৷ ডেবিট কার্ড ছাড়াও ক্যাশ তোলার নয়া ব্যবস্থার ঘোষণা করলেন এসবিআইয়ের চেয়ারম্যান ৷ এই ঘোষণার পরই জল্পনা শুরু তাহলে কি এবার ডেবিট কার্ড তুলে দেওয়ার পথে হাঁটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
advertisement
2/7
এবার থেকে এসবিআই এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য আর প্রয়োজন নেই এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ৷ স্টেট ব্যাঙ্ক নিজের SBI Yono অ্যাপের মাধ্যম নগদ টাকা তোলার সুযোগ দিচ্ছে ৷
এবার থেকে এসবিআই এটিএম থেকে নগদ টাকা তোলার জন্য আর প্রয়োজন নেই এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ৷ স্টেট ব্যাঙ্ক নিজের SBI Yono অ্যাপের মাধ্যম নগদ টাকা তোলার সুযোগ দিচ্ছে ৷
advertisement
3/7
গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও জোরদার করতে এই ব্যবস্থা বলে জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান ৷ এটিএম-এ কার্ড পাঞ্চ করে টাকা তোলার সময় কার্ড ক্লোন হওয়া আটকাতেই এই নয়া ব্যবস্থা ৷
গ্রাহকদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও জোরদার করতে এই ব্যবস্থা বলে জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান ৷ এটিএম-এ কার্ড পাঞ্চ করে টাকা তোলার সময় কার্ড ক্লোন হওয়া আটকাতেই এই নয়া ব্যবস্থা ৷
advertisement
4/7
বর্তমানে স্টেট ব্যাঙ্কের SBI Yono অ্যাপের মাধ্যমে একটা সীমা পর্যন্ত ক্যাশ টাকা তোলা যায় ৷ এবার ব্যাঙ্কের বিশেষ এটিএম, YONO Cash Points -YCP থেকে এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই তোলা যাবে টাকা ৷
বর্তমানে স্টেট ব্যাঙ্কের SBI Yono অ্যাপের মাধ্যমে একটা সীমা পর্যন্ত ক্যাশ টাকা তোলা যায় ৷ এবার ব্যাঙ্কের বিশেষ এটিএম, YONO Cash Points -YCP থেকে এটিএম বা ডেবিট কার্ড ছাড়াই তোলা যাবে টাকা ৷
advertisement
5/7
 YONO অ্যাপ ব্যবহার করে টাকা তোলার জন্য অ্যাপে লগইন করে  YONO Cash বিকল্প বেছে নিতে হবে ৷ এরপরই YONO Cash landing page দেখা যাবে ৷ সেখানে Nearest YONO cash Points বেছে নিলে আপনার স্ক্রিনে কাছাকাছি থাকা YONO Cash option অর্থাৎ ইয়োনে সুবিধাসম্পন্ন এটিএম-এর ঠিকানা পাওয়া যাবে ৷
YONO অ্যাপ ব্যবহার করে টাকা তোলার জন্য অ্যাপে লগইন করে YONO Cash বিকল্প বেছে নিতে হবে ৷ এরপরই YONO Cash landing page দেখা যাবে ৷ সেখানে Nearest YONO cash Points বেছে নিলে আপনার স্ক্রিনে কাছাকাছি থাকা YONO Cash option অর্থাৎ ইয়োনে সুবিধাসম্পন্ন এটিএম-এর ঠিকানা পাওয়া যাবে ৷
advertisement
6/7
অন্যদিকে, YONO Cash Points -YCP অর্থাৎ বিশেষ এটিএম-এ পৌঁছে ডেবিট কার্ড ছাড়া টাকা তুলতে হলে একইভাবে লগইন করতে হবে YONO Cash landing page-এ ৷ এতে নতুন একটি পেজ খুলে যাবে, যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলেই YONO Cash PIN তৈরি হবে ৷ এই পিন এটিএম-এ দেওয়ার পর কত টাকা ক্যাশ তুলতে হবে তা কনফার্ম করলেই মেশিন থেকে বেরিয়ে আসবে টাকা ৷
অন্যদিকে, YONO Cash Points -YCP অর্থাৎ বিশেষ এটিএম-এ পৌঁছে ডেবিট কার্ড ছাড়া টাকা তুলতে হলে একইভাবে লগইন করতে হবে YONO Cash landing page-এ ৷ এতে নতুন একটি পেজ খুলে যাবে, যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলেই YONO Cash PIN তৈরি হবে ৷ এই পিন এটিএম-এ দেওয়ার পর কত টাকা ক্যাশ তুলতে হবে তা কনফার্ম করলেই মেশিন থেকে বেরিয়ে আসবে টাকা ৷
advertisement
7/7
এইভাবে একবারে সর্বোচ্চ ১০ হাজার এবং সারা দিনে ২০ হাজার টাকা তোলা যাবে ৷
এইভাবে একবারে সর্বোচ্চ ১০ হাজার এবং সারা দিনে ২০ হাজার টাকা তোলা যাবে ৷
advertisement
advertisement
advertisement