

দ্বিতীয় দফায় ভারতে এসে পৌঁছল আরও তিনটি রাফাল যুদ্ধবিমান৷ বুধবার রাতেই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছেছে আরও তিনটি রাফাল৷ গত জুলাই মাসে প্রথম দফায় পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতে এসে পোঁছেছিল৷ Photo-Twitter/Indian_Embassy


ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বুধবার রাত ৮.১৪ মিনিটে ভারতের মাটি ছুঁয়েছে তিনটি রাফাল যুদ্ধবিমান৷ এ বারে অবশ্য ফ্রান্স থেকে রওনা দিয়ে একটানা উড়ে ভারতে এসে পৌঁছেছে রাফাল যুদ্ধবিমানগুলি৷ সময় লেগেছে আট ঘণ্টা৷ মাঝ আকাশেই একাধিকবার জ্বালানি ভরা হয় বিমানগুলিতে৷Photo-Twitter/Indian_Embassy


ভারতীয় বায়ুসেনার পাইলটরাই একটানা আট ঘণ্টা তিনটি রাফালকে উড়িয়ে ভারতে নিয়ে এসেছেন৷ যা আইএএফ-এর লং রেঞ্জ অপারেশনে দক্ষতার প্রমাণ৷ সফল ভাবে রাফালগুলিকে ভারতে নিয়ে আসার জন্য বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷Photo-Twitter/Indian_Embassy


এই নিয়ে ভারতীয় বায়ুসেনার হাতে মোট আটটি রাফাল যুদ্ধবিমান চলে এল৷ খুব শিগগিরই এগুলিকে সরকারি ভাবে বায়ুসেনায় অন্তর্ভু্ক্ত করা হবে৷ প্রথম দফায় ভারতে আসা পাঁচটি রাফালের মতো এবারে আসা ফাইটার জেটগুলিকেও লাদাখ সীমান্তে ব্যবহার করা হতে পারে বলে খবর৷Photo-File


ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে ভারত৷ রাফাল হাতে চলে আসায় ভারতীয় বায়ুসেনার শক্তি এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটির পাশাপাশি পশ্চিমবঙ্গের হাসিমারাতেও বেশ কিছু রাফাল যুদ্ধবিমান রাখার পরিকল্পনা করেছে বায়ুসেনা৷ দ্রুত পাকিস্তান এবং চিন সীমান্তে পৌঁছতেই আম্বালা এবং হাসিমারাকে বেছে নেওয়া হয়েছে৷৷Photo-File