Threat Letter To Jawan: ‘গৌরবের মুণ্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না’ এ কী ভয়ানক হুমকি, ছেলে ইন্ডিয়ান আর্মিতে, কাশ্মীরে পোস্টিং, পহেলগাঁও জঙ্গি হানার পর বাড়িতে হুমকি পোস্টার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Threat Letter To Jawan: হুগলির সেনা জাওনায়ের বাড়িতে পাকিস্তানি হুমকি চিঠি! করা লিখল
হুগলি: ধনিয়াখালিতে সেনা কর্মীর বাড়িতে হুমকি পোস্টার! মুন্ডু চাই লিখে পোস্টার। তাতে লেখা পাকিস্তান জিন্দাবাদ ! পরপর দুদিন পোস্টার এমনই ঘটনায় চাঞ্চল্য হুগলির ধনিয়াখালিতে। কাশ্মীর আবহে সেনা কর্মীর বাড়িতে এইরকম পোস্টারে চাঞ্চল্য ছড়ায়।ইতিমধ্যেই সেনা কর্মীর পরিবার হুগলি গ্রামীন পুলিশে অভিযোগ দায়ের করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বিধায়ক অসীমা পাত্র ওই সেনা কর্মীর বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলেন।বিধায়ক তাদের আশ্বস্ত করেন। মজা করার জন্যও যদি কেউ করে থাকে তাকে ছাড়া হবে না। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। কাঁচা হাতে আঁকাবাঁকা বানান ভুলে ভরা লেখায়।কীউদ্দেশেকারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত করে দেখছে হুগলি গ্রামীন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। Input- Rahee Halder
