Threat Letter To Jawan: ‘গৌরবের মুণ্ডু চাই, ভারতকে বাঁচাতে পারবি না’ এ কী ভয়ানক হুমকি, ছেলে ইন্ডিয়ান আর্মিতে, কাশ্মীরে পোস্টিং, পহেলগাঁও জঙ্গি হানার পর বাড়িতে হুমকি পোস্টার

Last Updated:
Threat Letter To Jawan: হুগলির সেনা জাওনায়ের বাড়িতে পাকিস্তানি হুমকি চিঠি! করা লিখল
1/5
হুগলি: ধনিয়াখালিতে সেনা কর্মীর বাড়িতে হুমকি পোস্টার! মুন্ডু চাই লিখে পোস্টার। তাতে লেখা পাকিস্তান জিন্দাবাদ ! পরপর দুদিন পোস্টার এমনই ঘটনায় চাঞ্চল্য হুগলির ধনিয়াখালিতে। কাশ্মীর আবহে সেনা কর্মীর বাড়িতে এইরকম পোস্টারে চাঞ্চল্য ছড়ায়।ইতিমধ্যেই সেনা কর্মীর পরিবার হুগলি গ্রামীন পুলিশে অভিযোগ দায়ের করেছে।
হুগলি: ধনিয়াখালিতে সেনা কর্মীর বাড়িতে হুমকি পোস্টার! মুন্ডু চাই লিখে পোস্টার। তাতে লেখা পাকিস্তান জিন্দাবাদ ! পরপর দুদিন পোস্টার এমনই ঘটনায় চাঞ্চল্য হুগলির ধনিয়াখালিতে। কাশ্মীর আবহে সেনা কর্মীর বাড়িতে এইরকম পোস্টারে চাঞ্চল্য ছড়ায়।ইতিমধ্যেই সেনা কর্মীর পরিবার হুগলি গ্রামীন পুলিশে অভিযোগ দায়ের করেছে।
advertisement
2/5
তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্কিত পরিবারের সঙ্গে দেখা করতে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পত্র। ধনিয়াখালির চৈতন্যবাটি গ্রামের বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার।
তদন্ত শুরু করেছে পুলিশ। আতঙ্কিত পরিবারের সঙ্গে দেখা করতে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পত্র। ধনিয়াখালির চৈতন্যবাটি গ্রামের বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার।
advertisement
3/5
সেনা কর্মীর বাবা গৌতম মুখোপাধ্যায় জানান, শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়। তাতে লেখা ছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুন্ডু চাই। গৌরব রাকেশের ডাক নাম। ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।’
সেনা কর্মীর বাবা গৌতম মুখোপাধ্যায় জানান, শনিবার রাতে বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়। তাতে লেখা ছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুন্ডু চাই। গৌরব রাকেশের ডাক নাম। ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।’
advertisement
4/5
পরের দিন রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একইরকম পোস্টার ফেলা হয়। ধনিয়াখালি থানায় অভিযোগ জানিয়েছেন সেনা কর্মীর বাবা। তিনি জানান,পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় একটি স্কুটারে চেপে দুজন আসে। মুখ ঢাকা ছিল তাদের।
পরের দিন রাতেও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একইরকম পোস্টার ফেলা হয়। ধনিয়াখালি থানায় অভিযোগ জানিয়েছেন সেনা কর্মীর বাবা। তিনি জানান,পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় একটি স্কুটারে চেপে দুজন আসে। মুখ ঢাকা ছিল তাদের।
advertisement
5/5
বিধায়ক অসীমা পাত্র ওই সেনা কর্মীর বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলেন।বিধায়ক তাদের আশ্বস্ত করেন। মজা করার জন্যও যদি কেউ করে থাকে তাকে ছাড়া হবে না। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। কাঁচা হাতে আঁকাবাঁকা বানান ভুলে ভরা লেখায়।কীউদ্দেশেকারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত করে দেখছে হুগলি গ্রামীন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। Input- Rahee Halder
বিধায়ক অসীমা পাত্র ওই সেনা কর্মীর বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলেন।বিধায়ক তাদের আশ্বস্ত করেন। মজা করার জন্যও যদি কেউ করে থাকে তাকে ছাড়া হবে না। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। কাঁচা হাতে আঁকাবাঁকা বানান ভুলে ভরা লেখায়।কীউদ্দেশেকারা করল তা খতিয়ে দেখছে পুলিশ।গোটা ঘটনার তদন্ত করে দেখছে হুগলি গ্রামীন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। Input- Rahee Halder
advertisement
advertisement
advertisement