Chandrayaan 2 থেকে এল সুখবর !
Last Updated:
ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব না হলেও একটি সুখবর রয়েছে ৷ চন্দ্রযান ২ অরবিটার খুব ভাল কাজ করছে ৷
চন্দ্রযান ২ সম্পর্কে ইসরোর তরফে জানানো হয়েছে যে শেষ পর্যন্ত বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি ৷ কিন্তু ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব না হলেও একটি সুখবর রয়েছে ৷ চন্দ্রযান ২ অরবিটার খুব ভাল কাজ করছে ৷ অরবিটারে রয়েছে ৮টি ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং প্রত্যেকই ঠিকঠাক কাজ করছে ৷
advertisement
চাঁদের দক্ষিণ দিকে আলো কমতে থাকায় বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ৷ বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদে অন্ধকার এতটাই হয় যে তার মধ্যে কোনও কিছু দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে ৷ এর জেরে শুধু ইসরো নয় পৃথিবীর কোনও স্পেস এজেন্সি বিক্রমের ছবি নিতে পারবে না ৷ চাঁদে এই অন্ধকার আগামী ১৪ দিন পর্যন্ত থাকবে ৷ আগামী ১৪ দিন ল্যান্ডার বিক্রমকে এই ভাবেই থাকতে হবে চাঁদের মাটিতে ৷ এরকম পরিস্থিতিতে বিক্রমের অক্ষত অবস্থায় থাকা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে ৷
advertisement
এই মুহূর্তে বিক্রম চাঁদের যে জায়গায় রয়েছে সেখানে আগামী ১৪ দিন সূর্যের আলো পৌঁছবে না ৷ এর জেরে চাঁদের তাপমাত্রা কমে মাইনাস ১৮৩ ডিগ্রি সেলসিয়ায় হয়ে যাবে ৷ এই তাপমাত্রায় বিক্রমের পক্ষে অক্ষত থাকা সম্ভব নয় ৷ এত কম তাপমাত্রায় বিক্রমের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ বিক্রমে রেডিওআইসোটোপ থাকলে তাহলে ল্যান্ডার নিজেকে বাঁচিয়ে রাখতে পারত ৷ চাঁদে যে পরিস্থিতি হতে চলেছে তাতে বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা ৷
advertisement