Maharashtra Liquor Policy: মদের দাম চলে গেল সাধারণ মানুষের নাগালের বাইরে! বড় সিদ্ধান্ত, কিনতে গেলে পকেট ফাঁকা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol Price increase in Maharashtra- মহারাষ্ট্র সরকার মঙ্গলবার থেকে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল। ফলে ভারতীয় মদ (IMFL)-এর উপর রাজ্য এক্সাইজ ডিউটি প্রায় ৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। এতে খুচরো বাজারে মদের দাম বেড়ে গেল ৬০ শতাংশেরও বেশি।
advertisement
advertisement
advertisement
জানা যাচ্ছে, রাজকোষে টান পড়েছে বলেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, এখন থেকে ১৮০ মিলি IMFL-এর দাম ১২০-১৫০ টাকা থেকে বেড়ে হবে অন্তত ২০৫ টাকা। প্রিমিয়াম ব্র্যান্ডের ক্ষেত্রে একই পরিমাণ বোতলের দাম বেড়ে দাঁড়াবে অন্তত ৩৬০ টাকা। আগে যা ছিল ২১০ থেকে ৩৩০ টাকার মধ্যে। দেশি মদের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় পৌঁছবে।
advertisement
advertisement