Air strikes: এই ৪টি বিষয় মাথায় নিয়েই জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হানল বায়ু সেনা
Last Updated:
• সুনিপুণ দক্ষতায় সীমান্তরেখা থেকে ৮০ কিমি ভিতরে ঢুকে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা ৷ রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ১২ টি যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’(Air Strike) এই অপারেশনে অংশ নেয়। ভেঙে দেয় প্রতিপক্ষের একাধিক জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড, কন্ট্রোল রুম ৷ অভিযানে খতম ২০০-৩০০ জঙ্গি ৷
advertisement
advertisement
advertisement
advertisement
• টার্গেটিং: টার্গেটের বীল নক্সা খুব ভালভাবে সাজাতে হয় ৷ খুব সূক্ষ্ণতার সঙ্গে টার্গেটকে স্থির করতে হয় ৷ টার্গেট সম্বন্ধে আগে থেকে সমস্ত তথ্য নিখুঁত ভাবে জোগাড় করতে হয় ৷ শুধু টিম লিডার নয়, দলের সকলকে সেই তথ্য খুব খুঁটিয়ে জানতে হয় ৷ আঘাত হানার আগের ২৮ বা ৪৮ ঘণ্টা ধরে টার্গেটকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হয় ৷ এই প্রত্যেকটা কাজ খুব ভাল করে না হলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
• টাইমিং: ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হল এই টাইমিং ৷ পুরো অপারেশন শেষ করে নিরাপদ স্থানে ফিরে আসার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে ৷ সেই সময়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে মেনে চলতে হয় ৷ এক চুল সময় নষ্ট হলেও শত্রুপক্ষের হাতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ যদি কনও একজন পাইলটও সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারেন, যখন গোটা টিমটাই নিজেদের মনোবল হারিয়ে ফেলে ৷
advertisement
• লিডারশিপ: পাইলটের দায়িত্ব সবার আগে ৷ তিনিই গোটা দলকে নেতৃত্ব দেবেন ৷ পুরো অপারেশন সফলভাবে শেষ করার আগে পর্যন্ত তিনিই গোটা কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ থাকবেন ৷ পাইলট যখন অপারেশন চালান, তখন টিমের অন্যদের কর্তব্য পাইলটকে রক্ষা করা ৷ এই কাজ অত্যন্ত সফলভাবে হয়েছে বলেই আজকের এই হানায় কোনওরকম হতাহতের খবর পাওয়া যায়নি ৷
advertisement