মাত্র ২ দিন ! এই কাজ আবশ্যিক, না করলেই চিরতরে প্যান কার্ড বাতিল
Last Updated:
advertisement
৩১ মার্চ শেষ তারিখ ৷ সেই তারিখের মধ্যে যদি আপনি যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করান ৷ তাহলে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড ৷ সমীক্ষা বলছে, হাতে আর এক মাস সময় থাকলেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছে ৷ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান সুশীল চন্দ্র জানিয়েছেন, দেশের ৪২ কোটি মানুষের কাছে প্যান কার্ড রয়েছে ৷ কিন্তু এরমধ্যে মাত্র ২৩ মিলিয়ন মানুষ প্যানের সঙ্গে আধার সংযুক্ত করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
অনলাইনে বাড়িতে বসেই এই লিঙ্কের কাজ করতে পারেন আপনি ৷ এই কারণে আপনাকে www.incometaxindiaefiling.gov.in সাইটে যেতে হবে ৷ সেখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে আপনাকে ৷ যদি আপনার অ্যাকাউন্ট না থাকে ৷ তাহলে রেজিস্ট্রেশন করুন ৷ লগ ইন করতেই একটি পেজ খুলে যাবে আপনার ৷ সেখানে উপরে থাকা ব্লু স্ট্রিপে থাকা প্রোফাইল সেটিং বাছাই করুন ৷ সেখানেই লিঙ্ক করানোর অপশন পাবেন ৷ সেটি সিলেক্ট করুন ৷ সেখানে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর নিচে থাকা আধার অপশনে ক্লিক করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement