৮৩ দিন পর ভক্তদের জন্য খুলল তিরুপতি মন্দির, ১ ঘণ্টাতেই শেষ প্রথম দিনের টিকিট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
advertisement
• মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ৬ হাজার ভক্ত তিরুপতিতে প্রবেশ করতে পারবেন । জি.টি হেমন্ত কুমার নামের এক ভক্ত News18-কে জানান, সকাল ৫টার সময় লাইন দিতে এসে তিনি দেখেন হাজার মানুষের লাইন পড়ে গিয়েছে তখনই । শেষ পর্যন্ত ৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ১২ তারিখের টিকিট জোগাড় করতে পেরেছেন তিনি । তবে এতদিন পর বালাজি নারায়ণের দর্শন পাবেন বলে তিনি খুবই উত্তেজিত ।
advertisement
• তিরুপতির গোটা মন্দিরই দর্শনার্থীদের জন্য ‘স্পর্শ-মুক্ত’ রাখা হয়েছে । অর্থাৎ দর্শন করতে বা পুজো দেওয়ার জন্য, ভক্তদের কোনও কারণে, কোনও জায়গাতেই স্পর্শ করতে হবে না । প্রত্যেককে অবশ্যই মাস্ক পরে আসতে হবে । দর্শনের লাইন প্রত্যেক ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হবে । একে অপরের থেকে ৫-৬ ফুট দূরত্ব রেখে লাইনে দাঁড়াতে হবে ।
advertisement
• TTD চেয়ারম্যান ওয়াইভি শুভ রেড্ডি জানান, ‘‘৩০ জুন পর্যন্ত সমস্ত অনলাইন টিকিট বিক্রি হয়ে গিয়েছে । ফেল এখন কাউন্টার থেকে অফলাইন টিকিক দেওয়া হচ্ছে । মন্দিরে ঢোকার আগে করোনার সমস্ত পরীক্ষা করা হবে । সন্দেহজনক কোনও লক্ষণ না থাকলে তবেই প্রবেশের অনুমতি পাবেন ভক্তরা । ভিভিআইপি ভক্তদের জন্যও আলাদা লাইনের ব্যবস্থা শীঘ্রই চালু করার কথা ভাবা হচ্ছে ।’’
advertisement
advertisement
advertisement