৮৩ দিন পর ভক্তদের জন্য খুলল তিরুপতি মন্দির, ১ ঘণ্টাতেই শেষ প্রথম দিনের টিকিট

Last Updated:
1/10
• প্রথমদিনের টিকিট বিক্রিতেই রেকর্ড গড়ন তিরুপতি তিরুমালা মন্দির । করোনা আবহে অবশেষে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলেছে তিরুপতির দরজা । ৮৩ দিন পর তিরুপতি বালাজি’কে দর্শন করতে হাজার হাজার ভক্ত লাইন দিলেন টিকিট কাউন্টারে ।
• প্রথমদিনের টিকিট বিক্রিতেই রেকর্ড গড়ন তিরুপতি তিরুমালা মন্দির । করোনা আবহে অবশেষে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলেছে তিরুপতির দরজা । ৮৩ দিন পর তিরুপতি বালাজি’কে দর্শন করতে হাজার হাজার ভক্ত লাইন দিলেন টিকিট কাউন্টারে ।
advertisement
2/10
• গত ৮ জুন তিরুপতি মন্দির খোলা হয়েছে । গত দু’দিন ধরে চলেছে পরীক্ষা-নিরীক্ষা । করোনা পরবর্তী কী ভাবে মন্দিরের সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে এবং কী ভাবে ভক্তরা পুজো দেবেন, তা নিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মন্দিরের কর্মীদের ।
• গত ৮ জুন তিরুপতি মন্দির খোলা হয়েছে । গত দু’দিন ধরে চলেছে পরীক্ষা-নিরীক্ষা । করোনা পরবর্তী কী ভাবে মন্দিরের সমস্ত কাজকর্ম পরিচালনা করা হবে এবং কী ভাবে ভক্তরা পুজো দেবেন, তা নিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়েছে মন্দিরের কর্মীদের ।
advertisement
3/10
• এরপরেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অনলাইনে তিরুপতির টিকিট কাউন্টার খুলে দেওয়া হয় । সমস্ত জায়গাতেই বিশাল লাইন দিয়ে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটেন ভক্তরা । টিকিট কাটার আগে প্রত্যেকের করোনা টেস্ট হয় ।
• এরপরেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় অনলাইনে তিরুপতির টিকিট কাউন্টার খুলে দেওয়া হয় । সমস্ত জায়গাতেই বিশাল লাইন দিয়ে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটেন ভক্তরা । টিকিট কাটার আগে প্রত্যেকের করোনা টেস্ট হয় ।
advertisement
4/10
• ১১ জুন, বৃহস্পতিবার থেকে সাধারণ ভক্তরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন । তবে প্রথমদিনের সমস্ত টিকিট, মঙ্গলবার সকাল ৮টায় কাউন্টার খোলার ১ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় । ফলে ১২ জুনের টিকিট দেওয়া শুরু করতে হয় মন্দির কর্তৃপক্ষকে ।
• ১১ জুন, বৃহস্পতিবার থেকে সাধারণ ভক্তরাও মন্দিরে প্রবেশ করতে পারবেন । তবে প্রথমদিনের সমস্ত টিকিট, মঙ্গলবার সকাল ৮টায় কাউন্টার খোলার ১ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় । ফলে ১২ জুনের টিকিট দেওয়া শুরু করতে হয় মন্দির কর্তৃপক্ষকে ।
advertisement
5/10
• মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ৬ হাজার ভক্ত তিরুপতিতে প্রবেশ করতে পারবেন । জি.টি হেমন্ত কুমার নামের এক ভক্ত News18-কে জানান, সকাল ৫টার সময় লাইন দিতে এসে তিনি দেখেন হাজার মানুষের লাইন পড়ে গিয়েছে তখনই । শেষ পর্যন্ত ৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ১২ তারিখের টিকিট জোগাড় করতে পেরেছেন তিনি । তবে এতদিন পর বালাজি নারায়ণের দর্শন পাবেন বলে তিনি খুবই উত্তেজিত ।
• মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ৬ হাজার ভক্ত তিরুপতিতে প্রবেশ করতে পারবেন । জি.টি হেমন্ত কুমার নামের এক ভক্ত News18-কে জানান, সকাল ৫টার সময় লাইন দিতে এসে তিনি দেখেন হাজার মানুষের লাইন পড়ে গিয়েছে তখনই । শেষ পর্যন্ত ৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ১২ তারিখের টিকিট জোগাড় করতে পেরেছেন তিনি । তবে এতদিন পর বালাজি নারায়ণের দর্শন পাবেন বলে তিনি খুবই উত্তেজিত ।
advertisement
6/10
• তিরুপতির গোটা মন্দিরই দর্শনার্থীদের জন্য ‘স্পর্শ-মুক্ত’ রাখা হয়েছে । অর্থাৎ দর্শন করতে বা পুজো দেওয়ার জন্য, ভক্তদের কোনও কারণে, কোনও জায়গাতেই স্পর্শ করতে হবে না । প্রত্যেককে অবশ্যই মাস্ক পরে আসতে হবে । দর্শনের লাইন প্রত্যেক ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হবে । একে অপরের থেকে ৫-৬ ফুট দূরত্ব রেখে লাইনে দাঁড়াতে হবে ।
• তিরুপতির গোটা মন্দিরই দর্শনার্থীদের জন্য ‘স্পর্শ-মুক্ত’ রাখা হয়েছে । অর্থাৎ দর্শন করতে বা পুজো দেওয়ার জন্য, ভক্তদের কোনও কারণে, কোনও জায়গাতেই স্পর্শ করতে হবে না । প্রত্যেককে অবশ্যই মাস্ক পরে আসতে হবে । দর্শনের লাইন প্রত্যেক ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হবে । একে অপরের থেকে ৫-৬ ফুট দূরত্ব রেখে লাইনে দাঁড়াতে হবে ।
advertisement
7/10
• TTD চেয়ারম্যান ওয়াইভি শুভ রেড্ডি জানান, ‘‘৩০ জুন পর্যন্ত সমস্ত অনলাইন টিকিট বিক্রি হয়ে গিয়েছে । ফেল এখন কাউন্টার থেকে অফলাইন টিকিক দেওয়া হচ্ছে । মন্দিরে ঢোকার আগে করোনার সমস্ত পরীক্ষা করা হবে । সন্দেহজনক কোনও লক্ষণ না থাকলে তবেই প্রবেশের অনুমতি পাবেন ভক্তরা । ভিভিআইপি ভক্তদের জন্যও আলাদা লাইনের ব্যবস্থা শীঘ্রই চালু করার কথা ভাবা হচ্ছে ।’’
• TTD চেয়ারম্যান ওয়াইভি শুভ রেড্ডি জানান, ‘‘৩০ জুন পর্যন্ত সমস্ত অনলাইন টিকিট বিক্রি হয়ে গিয়েছে । ফেল এখন কাউন্টার থেকে অফলাইন টিকিক দেওয়া হচ্ছে । মন্দিরে ঢোকার আগে করোনার সমস্ত পরীক্ষা করা হবে । সন্দেহজনক কোনও লক্ষণ না থাকলে তবেই প্রবেশের অনুমতি পাবেন ভক্তরা । ভিভিআইপি ভক্তদের জন্যও আলাদা লাইনের ব্যবস্থা শীঘ্রই চালু করার কথা ভাবা হচ্ছে ।’’
advertisement
8/10
• রেড্ডি আরও জানান, ‘‘অন্নপ্রসাদম বিলির ক্ষেত্রেও সমস্ত নিয়মাবলী মেনে চলা হবে । একটি টেবলে ২ জন ভক্ত বসতে পারবেন । আশা করি, সমস্ত ভক্তরাই এই নিয়মাবলী মেনে চলবেন । লাইনে দাঁড়ানো অবস্থায় ভক্তরা যাতে দড়ি বা রডে হাত না দেন সেই ব্যবস্থাও করবে মন্দির কর্তৃপক্ষ ।’’
• রেড্ডি আরও জানান, ‘‘অন্নপ্রসাদম বিলির ক্ষেত্রেও সমস্ত নিয়মাবলী মেনে চলা হবে । একটি টেবলে ২ জন ভক্ত বসতে পারবেন । আশা করি, সমস্ত ভক্তরাই এই নিয়মাবলী মেনে চলবেন । লাইনে দাঁড়ানো অবস্থায় ভক্তরা যাতে দড়ি বা রডে হাত না দেন সেই ব্যবস্থাও করবে মন্দির কর্তৃপক্ষ ।’’
advertisement
9/10
• তবে যে ভক্তরা কন্টাইনমেন্ট এলাকায় বাস করেন, তাঁদের এই মুহূর্তে মন্দিরে না আশার অনুরোধ করেন রেড্ডি ।
• তবে যে ভক্তরা কন্টাইনমেন্ট এলাকায় বাস করেন, তাঁদের এই মুহূর্তে মন্দিরে না আশার অনুরোধ করেন রেড্ডি ।
advertisement
10/10
• পাশাপাশি তিনি বলেন, ২ হাজার বছরের পুরোন এই মন্দির আচার বা গ্রহণের সময় ছাড়া কখনওই বন্ধ হ।নি আগে । ১২৮ বছর পর ভক্তদের জন্য এই মন্দিরের দ্বার ৮৩ দিনের জন্য বন্ধ থাকল । ১৮৯২ সালে তিরুপতি বালাজির মন্দির দু’দিনের জন্য বন্ধ হয়েছিল আইঙ্গার এবং মহন্তদের মধ্যে ঝামেলার কারণে ।
• পাশাপাশি তিনি বলেন, ২ হাজার বছরের পুরোন এই মন্দির আচার বা গ্রহণের সময় ছাড়া কখনওই বন্ধ হ।নি আগে । ১২৮ বছর পর ভক্তদের জন্য এই মন্দিরের দ্বার ৮৩ দিনের জন্য বন্ধ থাকল । ১৮৯২ সালে তিরুপতি বালাজির মন্দির দু’দিনের জন্য বন্ধ হয়েছিল আইঙ্গার এবং মহন্তদের মধ্যে ঝামেলার কারণে ।
advertisement
advertisement
advertisement