• চরম নৃশংস, অমানবিক, ঘৃণ্য এই ঘটনার প্রতিবাদে আগুন জ্বলছে গোটা দেশে । যেন দেশের প্রতিটা মেয়ের বুকের মধ্যে গিয়ে লাগছে সেই আগুনের আঁচ । উত্তরপ্রদেশের হাতরাসে কিশোরী মেয়েটিকে সে দিন ক্ষতবিক্ষত করে ফেলে রেখে গিয়েছিল দানবগুলো । শরীরটা ছিঁড়ে খেয়েছিল । কিন্তু লড়াইয়ে হার মানেনি নির্যাতিতা । ১৪ দিন ধরে হাসপাতালের বিছানায় দাঁতে দাঁত চিপে পড়েছিল সে । আবারও যদি এই জীবনের আঙিনায় উঠে দাঁড়াতে পারে...সেই আশায় । প্রতীকী চিত্র ।