• গাফিলতি আর কাজে চরম আবহেলার নিদর্শন দেখা গেল তামিলনাড়ুতে ৷ এক কিশোরের এইডস সংক্রমিত রক্ত দিয়ে দেওয়া হল অন্তঃসত্ত্বা মায়ের শরীরে ৷
• ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুদ্ধুনগর সরকারি হাসপাতালে ৷ ডিসেম্বরের ৩ তারিখ এখানেই শারিরীক অবস্থা পরীক্ষা করতে এসেছিলেন ওই মহিলা ৷
• তাঁকে পরীক্ষা করে দেখা যায়, রক্তাল্পতায় ভুগছেন তিনি ৷ এরপরেই রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ‘সেফ’ লেবেল দেওয়া রক্ত দেওয়া হয় তাঁকে ৷
• এর কয়েক সপ্তাহ পর রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তিনি HIV পজেটিভ ৷ ঘটনায় কাঠগড়ায় হাসপাতালের রক্ত পরীক্ষাকেন্দ্র ৷
• এই ঘটনা জানার পর থেকেই একাধিবার আত্মহত্যার চেষ্টাও চালিয়েছে HIV সংক্রমিত ওই কিশোর ৷
• মাদ্রাজ হাইকোর্ট ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ৷
...