ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, খোলা মাঠে এই খেলার আয়োজন করতে হবে। দর্শক আসনের মোট ৫০ শতাংশ দর্শক এই খেলা দেখার সুযোগ পাবেন। যারা খেলা দেখতে আসবেন তাদের প্রত্যেককেই থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে এবং সকলকেই মুখে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শকাসনের ব্যবস্থা করতে হবে।
২০০৪ সালে পিটা (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস) এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া তামিলনাড়ুর জনপ্রিয় এই খেলা জাল্লিকাট্টু বন্ধ করার দাবি তোলে। কিন্তু জাল্লিকাট্টু তামিলের ঐতিহ্য, বহু কাল ধরেই এই ‘বুল টেমিং’ চলে আসছে। তাই ২০১৬ সালে রাজ্য সরকার আবার পুনরায় পিটিশন দাখিল করে জাল্লিকাট্টু খেলা চালু করার নির্দেশ দেন।