অবশেষে খুলছে তাজমহলের দরজা, অনলাইনে টিকিট বিক্রি শুরু

Last Updated:
১৬ মার্চ প্রথম ঘোষণা করা হয়, তাজমহল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
1/5
করোনা আবহে দীর্ঘ দিন দরজা বন্ধ থাকার পরে অবশেষে ৬ জুলাই, সোমবার  খুলছে তাজমহলের দরজা।
করোনা আবহে দীর্ঘ দিন দরজা বন্ধ থাকার পরে অবশেষে ৬ জুলাই, সোমবার খুলছে তাজমহলের দরজা।
advertisement
2/5
সেই মুঘল আমল থেকে ভারতের অহংকার এই সৌধ। কিন্তু কোনও ঐতিহাসিকই মনে করতে পারছেন না অতীতে কখনও এত দীর্ঘ সময় তাজমহল বন্ধ  ছিল কিনা
সেই মুঘল আমল থেকে ভারতের অহংকার এই সৌধ। কিন্তু কোনও ঐতিহাসিকই মনে করতে পারছেন না অতীতে কখনও এত দীর্ঘ সময় তাজমহল বন্ধ ছিল কিনা
advertisement
3/5
১৬ মার্চ প্রথম ঘোষণা করা হয় তাজমহল বন্ধ থাকবে। এর পর দেশে দফায় দফায় লকডাউন চলেছে। বন্ধই থেকেছে তাজমহলের দরজা। মার খেয়েছে  আগ্রার ব্যবসাও।
১৬ মার্চ প্রথম ঘোষণা করা হয় তাজমহল বন্ধ থাকবে। এর পর দেশে দফায় দফায় লকডাউন চলেছে। বন্ধই থেকেছে তাজমহলের দরজা। মার খেয়েছে আগ্রার ব্যবসাও।
advertisement
4/5
 আপাতত ৫ হাজার মানুষকে প্রথমদিন তাজমহলে ঢুকতে দেওয়া হবে। এর মধ্যে প্রথম আড়াই হাজার জন টিকিট পাবেন অনলাইনে। সেই আড়াই হাজার লোকের ভিড় কমলে বাকিরা টিকিট কাটতে পারবেন সরাসরি।
আপাতত ৫ হাজার মানুষকে প্রথমদিন তাজমহলে ঢুকতে দেওয়া হবে। এর মধ্যে প্রথম আড়াই হাজার জন টিকিট পাবেন অনলাইনে। সেই আড়াই হাজার লোকের ভিড় কমলে বাকিরা টিকিট কাটতে পারবেন সরাসরি।
advertisement
5/5
বহুদিন পর লক্ষ্মীলাভের আশা সামান্য হলেও হাসি ফুটছে স্থানীয় ব্যবসায়ীদের মুখে।
বহুদিন পর লক্ষ্মীলাভের আশা সামান্য হলেও হাসি ফুটছে স্থানীয় ব্যবসায়ীদের মুখে।
advertisement
advertisement
advertisement