হোম » ছবি » দেশ » স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

  • Bangla Digital Desk

  • 14

    স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

    প্রাক্তন বিদেশমন্ত্রী,অসাধারণ রাজনৈতিক নেতা, সুবক্তা এবং ব্যতিক্রমী সাংসদ সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত গোটা দেশ ৷ বিদেশমন্ত্রককে সুষমা দিয়েছিলেন মানবিক মুখ। যখনই এ দেশের কোনও নাগরিক বিদেশে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়েছেন সুষমা। যেন বিদেশমন্ত্রী নন। একেবারে ঘরের মানুষ। অল্প বয়সেই একাধিক কৃতত্ব অর্জন করেছেন তিনি ৷ এর জেরে লিমকা বুক অফ রের্কডে তাঁর নাম রয়েছে ৷ সুষমার পাশাপাশি তার স্বামীরও নাম রয়েছে লিমকা বুকে ৷

    MORE
    GALLERIES

  • 24

    স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

    সুষমা সংস্কৃত ও রাষ্ট্রীয় বিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন ৷ সুবক্তা হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ৷ সুষমা স্বরাজকে হরিয়ানার ভাষা বিভাগের তরফে আয়োজিত হিন্দি বক্তা প্রতিযোগিতায় লাগাতার তিন বছর শ্রেষ্ঠ বক্তার খেতাব দেওয়া হয় ৷ এর পাশাপাশি হরিয়ানা রাজ্যসভার তরফে তাঁকে শ্রেষ্ঠ হিন্দি বক্তা হিসেবে সম্মানিতও করা হয় ৷

    MORE
    GALLERIES

  • 34

    স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

    সুষমা স্বরাজ চারবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ৷ এছাড়া তিনি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এর পাশাপাশি পূর্ণ সময়ের প্রথম মহিলা বিদেশমন্ত্রী হওয়ারও রেকর্ড করেন ৷ প্রথম মহিলা সর্বশ্রষ্ঠ সাংসদ, কোনও রাষ্ট্রীয় রাজনৈতিক দলের প্রথম মহিলা বক্তা, মাত্র ২৫ বছরে হরিয়ানা সরকারের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার মতো রেকর্ড রয়েছে লিমকা বুকে ৷

    MORE
    GALLERIES

  • 44

    স্বামীকে সঙ্গে নিয়ে রেকর্ড, নাম উঠেছিল লিমকা বুক অফ রেকর্ডসে !

    সুষমার পাশাপাশি তার স্বামী স্বরাজ কৌশলের নামেও সবচেয়ে কম বয়সে কোনও রাজ্যপাল হওয়ার রেকর্ড রয়েছে লিমকা বুকে ৷ মাত্র ৩৮ বছরে মিজোরামের রাজ্যপাল হয়েছিলেন স্বরাজ ৷

    MORE
    GALLERIES