দূষিত হাওয়ার কোপ, দিল্লি-এনসিআরে ৭৩ শতাংশ বাড়ির মানুষ অসুস্থ !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৯০০-র বেশি
বেড়েই চলেছে দিল্লির দূষণ। দিল্লির পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে বাতাসে নিশ্বাস নেওয়া আর দিনে ২৫টা সিগারেট খাওয়া আপনার ফুসফুসের ওপর সমান প্রভাব ফেলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম বিপজ্জনক বাতাসের মানের চেয়ে ২০ গুণ খারাপ৷ ভারতের কেন্ত্রীয় দুষণ নিয়ন্ত্রক সিপিসিবি জানাচ্ছে, বাতাসের মানের মাপকাঠিতে সবচেয়ে বেশি দূষণের মাত্রা হয় ৫০০৷ দিল্লির বাতাস সেই মাপকাঠিতে কখনোই ৪৫০ থেকে নামে না ও প্রায়ই ৫০০ ছুঁয়ে থাকে।
advertisement
গতকাল, মঙ্গলবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৯০০-র বেশি। ৩১০ থেকে ৪০০ একিউআই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে দিওয়ালির আগেই দিল্লি, গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা আর ফরিদাবাদের বিষাক্ত বাতাসের প্রভাব লোকের উপর পড়তে শুরু করেছে। একটি সমীক্ষা অনুযায়ী, এখানকার ৭৩ শতাংশ বাড়িতে কেউ না কেউ অসুস্থ।
advertisement
সেই সমীক্ষা অনুযায়ী, বিষাক্ত বাতাসের কারণে লোকেরা সর্দি, গলা ব্যথা এবং চোখ জ্বালার অভিযোগ করছেন। শহরের অনেক অঞ্চলে বাতাসের গুণমান এমন যে এটিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে দিল্লিবাসীদের। দীর্ঘদিন ধরে দূষিত বাতাসে শ্বাস নেওয়া স্বাভাবিক স্বাস্থ্যের বিকাশ রোধ করে। অনেকের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি দেখা দিয়ে থাকে।
advertisement
লোকাল সার্কেল নামে একটি সংস্থা বায়ু দূষণের কারণে যে সব সমস্যা দেখা দিচ্ছে তা নিয়ে এই সমীক্ষা করেছে। এই বিষাক্ত বাতাস মানুষের উপর কতটা প্রভাব ফেলেছে তা জানার চেষ্টা করেছে এই সমীক্ষা। এই সমীক্ষার অধীনে দিল্লি এনসিআর এর বসবাসকারী প্রায় ৩৫ হাজার লোককে কিছু প্রশ্ন করা হয়েছিল। এতে যান গিয়েছে যে দিল্লি ও গুরুগ্রামের ১৩%, নোয়ডা ও গাজিয়াবাদে ১৯% এবং ফরিদাবাদে ১৭% মানুষ বলেছিলেন যে তাদের পরিবারের কোনও সদস্য উপরে বায়ু দূষণের কোনও প্রভাব পরেনি। যেখানে ৭৩ শতাংশ লোক জানিয়েছেন যে তাঁদের বাড়িতে কেই না কেউ অসুস্থ।
advertisement
advertisement
জানা গিয়েছে মানুষের গড় আয়ু ১.৭ বছর কমে যাচ্ছে দূষণের জেরে। নগরোন্নয়ন মন্ত্রকের সংসদীয় কমিটিকে এমনই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে এই ভাবে দূষণ বাড়ার জন্য করোনাও ছড়াচ্ছে দ্রুত হারে। শিকাগো ইউনিভার্সিটি আগে জানিয়েছিল বায়ুদূষণ ভারতীয়দের গড় আয়ু কমিয়ে দিচ্ছে প্রায় ৫.২ বছর। দেশের মধ্যে দিল্লির পরিস্থিতি সবথেকে বেশি খারাপ ও দিল্লি বাসীর আয়ু এর ফলে কমে যাচ্ছে ৯.৪ বছর।