Supreme Court: 'আধার কার্ড আইনসম্মত স্বীকৃত নথি', এসআইআর মামলায় বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের! কমিশনকে ৪৮ ঘণ্টা সময়, এবার নতুন মোড়? আদালত কী এমন জানিয়ে দিল জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Supreme Court: ড্রাফট লিস্টে কত নাম বাদ যায়? এদিনের শুনানিতে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ৭.২৪ কোটি নাম আছে তালিকায়। ৬৫ লক্ষ নাম নেই। ২২ লাখ মৃত ভোটার। ৬.২৪ কোটি ভোটারকে কোনও নথি দেখাতে হবে না। জানাল কমিশন।
কলকাতা: বিহার এসআইআর মামলায় শোরগোল পড়ল সুপ্রিম কোর্টে। বিহারে বাদ যাওয়া ৬৫ লাখের নাম বুথভিত্তিক টাঙাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত অফিস, বিডিও অফিসে তালিকা টাঙাতে নির্দেশ। যাতে মানুষ তা জানতে পারেন। যাদের নাম বাদ গিয়েছে অথচ তারা বৈধ দাবি করছে, তারা তাদের আধার কার্ড ও বাদ যাওয়া তালিকা নিয়ে কমিশনে আবেদন করতে পারবে। কী, কতটা পদক্ষেপ করল কমিশন, তা আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে জানাতে হবে কমিশনকে।
advertisement
advertisement
বিচারপতি সূর্যকান্ত বলেন, ধরুন, আদালত ধরে নিচ্ছে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে SIR করার। পদ্ধতিগত বিষয়ে যদি ঢোকা যায়। তাহলে, দেখা যাচ্ছে ২২ লাখ মৃত ভোটার। মামলাকারীরা গুরুতর অভিযোগ তুলছেন, কে মৃত আর কে জীবিত। দেশের সব নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে। কমিশন এমন কোনও পদ্ধতির মধ্যে নাগরিকদের ফেলবে না যেখানে নাগরিকরা রাজনৈতিক দলগুলোর পেছন পেছন ঘুরবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কমিশনের তরফে জানানো হয়, পরিযায়ী শ্রমিকেরা যাতে নাম দেখে নিতে পারে তার জন্য আমরা সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে পারি। বিচারপতি বাগচি তখনই বলেন, সেটা করা যেতে পারে ৪৮ ঘন্টার মধ্যে। বিচারপতি সূর্য কান্ত জানান, বিজ্ঞাপনের তথ্য যেন সহজ সরল বান্ধব গোচের হয়। সুপ্রিয় কোর্ট জানায়, বিহার SIR খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ৬৫ লাখ ভোটারের তথ্য জেলাভিত্তিক ওয়েবসাইটে দিতে নির্দেশ নির্বাচন কমিশনকে।
