বাবার কাছে থাকতে টাকা চাইছে মেয়ে, সুপ্রিম কোর্ট মা-কে বলল, 'মেয়েকে নষ্ট করছেন, এর ফল ভুগতে হবে আপনাকে!' বিরাট কাণ্ড আদালতে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Supreme Court: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রীতিমতো কড়া ভাষায় মন্তব্য করে বলেছে, মেয়ের মাথা খাচ্ছেন মা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাবার আইনজীবী পিআর পটওয়ালিয়া আদালতে জানান, তাঁর মক্কেল মেয়েকে চোখের দেখাও দেখতে পান না। আদালতে তিনি আরও জানান, মেয়ে বাবার সঙ্গে যেতে রাজি নয়। মেয়ে বলে, বাবা তার মাকে হয়রান করছেন। বাবাকে আগে এক কোটি টাকা দিতে হবে। না হলে সে বাবার কাছে যাবে না। এমনকী, স্কুলের নথি থেকেও অভিভাবক হিসেবে বাবার নাম মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আইনজীবী।
advertisement
বাবার আইনজীবী আদালতের কাছে মধ্যস্থতাকারী নিয়োগের আর্জি জানান। মায়ের আইনজীবী অনুভা আগরওয়ালও মধ্যস্থতাকারীর নিয়োগের পক্ষে মত দেন। তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই মায়ের উদ্দেশে মন্তব্য করেন, ‘নিজেদের অশান্তিতে অযথা মেয়েকে টেনে আনছেন। ওর পড়াশোনা নষ্ট হচ্ছে। ভবিষ্যৎ খারাপ হচ্ছে। মেয়ের মন বিষিয়ে দিচ্ছেন আপনি। এর ফল একদিন ভুগতে হবে।’
advertisement
প্রধান বিচারপতি আরও বলেন, 'আপনি আপনার সন্তানের কেরিয়ার নষ্ট করছেন। আপনি ওর মাথা খাচ্ছেন। একদিন এটা ফেরত আসবে।' সেইসঙ্গে উভয়পক্ষই রাজি থাকায় উত্তরাখণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ঋতু বাহরিকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছেন, দু'পক্ষের মধ্যে যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন মধ্যস্থতাকারী।