পেটে ৮ মাসের সন্তান! এখনও মাওবাদী দমনে রাইফেল কাঁধে জঙ্গল চষে বেড়াচ্ছেন সুনয়না

Last Updated:
1/7
• মা হওয়া কী সহজ কথা? মায়েরা জানেন কতটা কষ্ট, কতটা ত্যাগ, কতটা যন্ত্রণা সহ্য করলে এক নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হন একজন মা ৷ মা হওয়ার আগে এক দীর্ঘ যাত্রাপথ পার করতে হয় সন্তানসম্ভবা একজন নারীকে ৷
• মা হওয়া কী সহজ কথা? মায়েরা জানেন কতটা কষ্ট, কতটা ত্যাগ, কতটা যন্ত্রণা সহ্য করলে এক নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হন একজন মা ৷ মা হওয়ার আগে এক দীর্ঘ যাত্রাপথ পার করতে হয় সন্তানসম্ভবা একজন নারীকে ৷
advertisement
2/7
• এই সময়টা জীবনের সবচেয়ে মূল্যবান আর স্পর্শকাতর ৷ চিকিৎসকরা এই সময় হবু মা’কে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন ৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীরা গর্ভাবস্থায় ছুটিও পান ৷ বেসরকারি ক্ষেত্রেও মেয়েদের এই সময় ছুটি দেওয়া হয় ৷
• এই সময়টা জীবনের সবচেয়ে মূল্যবান আর স্পর্শকাতর ৷ চিকিৎসকরা এই সময় হবু মা’কে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন ৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীরা গর্ভাবস্থায় ছুটিও পান ৷ বেসরকারি ক্ষেত্রেও মেয়েদের এই সময় ছুটি দেওয়া হয় ৷
advertisement
3/7
• কিন্তু এই সুনয়না সবদিক থেকেই অনন্যা ৷ আট মাসের গর্ভবতী হয়েও নিজের কর্তব্যে অবিচল তিনি ৷ আন্তর্জাতিক নারী দিবসে তিনি যেন লড়াকু নারীদের প্রতিবিম্ব ৷ তিনি ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলার পুলিশ কমান্ডার সুনয়না প্যাটেল ৷
• কিন্তু এই সুনয়না সবদিক থেকেই অনন্যা ৷ আট মাসের গর্ভবতী হয়েও নিজের কর্তব্যে অবিচল তিনি ৷ আন্তর্জাতিক নারী দিবসে তিনি যেন লড়াকু নারীদের প্রতিবিম্ব ৷ তিনি ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলার পুলিশ কমান্ডার সুনয়না প্যাটেল ৷
advertisement
4/7
•  দান্তেওয়াড়া জেলা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনীর ওই মহিলা কমান্ডারের নাম সুনয়না প্যাটেল।
• দান্তেওয়াড়া জেলা পুলিশের বিশেষ মাওবাদী দমন বাহিনীর ওই মহিলা কমান্ডারের নাম সুনয়না প্যাটেল।
advertisement
5/7
• ৬ মাস আগে সুনয়না জানতে পারেন তিনি গর্ভবতী ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ছুটি নিতে বলেছিলেন ৷ কিন্তু সেই কাজ করেননি সুনয়না ৷ নিজের দায়িত্ব থেকে সরতে রাজি হননি তেজস্বী কন্যা ৷
• ৬ মাস আগে সুনয়না জানতে পারেন তিনি গর্ভবতী ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে ছুটি নিতে বলেছিলেন ৷ কিন্তু সেই কাজ করেননি সুনয়না ৷ নিজের দায়িত্ব থেকে সরতে রাজি হননি তেজস্বী কন্যা ৷
advertisement
6/7
• আজ নারী দিবসের দিনেও তাই তিনি ছুটে চলেছেন ৷ পরণে কম্যান্ডারের পোশাক ৷ কাঁধে রাইফেল ৷ মাওবাদী দমনে জঙ্গল এফোঁড় ওফোঁড় করে ছুটে চলেছেন সুনয়না প্যাটেল ৷
• আজ নারী দিবসের দিনেও তাই তিনি ছুটে চলেছেন ৷ পরণে কম্যান্ডারের পোশাক ৷ কাঁধে রাইফেল ৷ মাওবাদী দমনে জঙ্গল এফোঁড় ওফোঁড় করে ছুটে চলেছেন সুনয়না প্যাটেল ৷
advertisement
7/7
• তাঁকে নিয়ে গর্বিত দান্তেওয়াড়ার পুলিশের বড়কর্তারাও। এসপি অভিষেক পল্লভ বলেছেন, এর আগে একবার টহল দেওয়ার সময় সুনয়নার গর্ভপাত হয়েছিল। তারপর ফের গর্ভবতী হওয়ার পর তাঁরা তাঁকে ছুটি নিতে বলেছিলেন। কিন্তু, তিনি ছুটি নিতে অস্বীকার করেছেন। তাঁকে দেখে আজ বহু মহিলা অনুপ্রেরণা পেয়েছেন।
• তাঁকে নিয়ে গর্বিত দান্তেওয়াড়ার পুলিশের বড়কর্তারাও। এসপি অভিষেক পল্লভ বলেছেন, এর আগে একবার টহল দেওয়ার সময় সুনয়নার গর্ভপাত হয়েছিল। তারপর ফের গর্ভবতী হওয়ার পর তাঁরা তাঁকে ছুটি নিতে বলেছিলেন। কিন্তু, তিনি ছুটি নিতে অস্বীকার করেছেন। তাঁকে দেখে আজ বহু মহিলা অনুপ্রেরণা পেয়েছেন।
advertisement
advertisement
advertisement