৭ মাস ধরে বন্ধ থাকার পর খুলছে ‘Statue of Unity’ !

Last Updated:
স্ট্যাচু অফ ইউনিটি খুললেও, করোনার কথা মাথায় রেখে নিয়ম-কানুনে বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন৷
1/4
করোনার আবহে এবং তারপর করোনা মোকাবিলায় গত ৭ মাস ধরে বন্ধ ছিল গুজরাটের নর্মদা জেলার আকর্ষণ সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ওরফে স্ট্যাচু অফ ইউনিটি ৷ তবে ট্যুরিস্টদের জন্য সুখবর, সব বাধা কাটিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে খুলতে চলেছে স্ট্যাচু অফ ইউনিটি ৷
করোনার আবহে এবং তারপর করোনা মোকাবিলায় গত ৭ মাস ধরে বন্ধ ছিল গুজরাটের নর্মদা জেলার আকর্ষণ সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ওরফে স্ট্যাচু অফ ইউনিটি ৷ তবে ট্যুরিস্টদের জন্য সুখবর, সব বাধা কাটিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে খুলতে চলেছে স্ট্যাচু অফ ইউনিটি ৷
advertisement
2/4
 তবে স্ট্যাচু অফ ইউনিটি খুললেও, করোনার কথা মাথায় রেখে নিয়ম-কানুনে বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন৷ জানা গিয়েছে, করোনার বিধি নিষেধ মেনেই দর্শন করতে হবে স্ট্যাচু অফ ইউনিটি ৷
তবে স্ট্যাচু অফ ইউনিটি খুললেও, করোনার কথা মাথায় রেখে নিয়ম-কানুনে বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন৷ জানা গিয়েছে, করোনার বিধি নিষেধ মেনেই দর্শন করতে হবে স্ট্যাচু অফ ইউনিটি ৷
advertisement
3/4
জানা গিয়েছে, প্রত্যেক দিন ২৫০০ ট্যুরিস্টকেই ঢোকার অনুমতি দেওয়া হবে ৷ প্রত্যেক বার ৫০০ জন ট্যুরিস্টই গ্যালারির কাছে যেতে পারবেন ৷ প্রতিটা স্লটে ৫০০ জনকেই অনুমতি দেওয়া হবে ৷
জানা গিয়েছে, প্রত্যেক দিন ২৫০০ ট্যুরিস্টকেই ঢোকার অনুমতি দেওয়া হবে ৷ প্রত্যেক বার ৫০০ জন ট্যুরিস্টই গ্যালারির কাছে যেতে পারবেন ৷ প্রতিটা স্লটে ৫০০ জনকেই অনুমতি দেওয়া হবে ৷
advertisement
4/4
 থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থাও ৷ টিকিট কাটতে হবে www.soutickets. এই ওয়েবসাইট থেকেই ৷ করোনা যাতে না ছড়ায় সেই কারণেই প্রচণ্ডভাবে সচেতনতা অবলম্বন করতে চায় প্রশাসন ৷
থাকবে স্যানিটাইজেশনের ব্যবস্থাও ৷ টিকিট কাটতে হবে www.soutickets. এই ওয়েবসাইট থেকেই ৷ করোনা যাতে না ছড়ায় সেই কারণেই প্রচণ্ডভাবে সচেতনতা অবলম্বন করতে চায় প্রশাসন ৷
advertisement
advertisement
advertisement