এই ব্যবসা শুরু করলে সহজেই আয় করতে পারবেন ৬৫ লক্ষ টাকা !
Last Updated:
এই ব্যবসায় প্রত্যেক মাসে সহজেই আয় করতে পারবেন মোটা টাকা ৷ সাদা চন্দনের ব্যবসায় এই সুযোগ রয়েছে ৷
বেশি টাকা আয় করার জন্য চাকরি ছেড়ে ব্যবসা করতে চান ? তাহলে জেনে এই ব্যবসার বিষয়ে ৷ এই ব্যবসায় প্রত্যেক মাসে সহজেই আয় করতে মোটা টাকা ৷ সাদা চন্দনের ব্যবসায় এই সুযোগ রয়েছে ৷ চন্দন কাঠের দাম দেশজুড়ে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা প্রতি কিলোগ্রাম ৷ বিদেশে যা প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হয় ৷
advertisement
advertisement
অনেকেই মনে করেন যে চন্দন গাছ চাষ করা অবৈধ ৷ তবে এমনটা নয় ৷ ফার্মিং বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাদা চন্দনের গাছের চাষ করা বৈধ ৷ একটি চন্দন গাছ থেকে প্রায় ৬ থেকে ১০ কিলো কাঠ পাওয়া যায় ৷ এক একর জমিতে চন্দন গাছ লাগালে বাজার দর হিসেবে সহজেই ৬০ লক্ষ টাকার লাভ করতে পারবেন ৷ তবে এর জন্য আপনাকে ১০ থেকে ১২ বছর অপেক্ষা করতে হবে ৷ কারণ গাছ বড় হতে এতটা সময় লাগে ৷ তাও যখন আপনি পুরোপুরি অর্গ্যানিক ফার্মিং করবেন না হলে প্রায় ২০ থেকে ২৫ বছর সময় লাগবে ৷
advertisement