SSC Scam News: SSC-তে চাকরি গেল ২৫ হাজার মানুষের, উঠে এল সেই কুখ্যাত ব্যাপম কেলেঙ্কারির কথাও! লুকোতে বহু মৃত্যু, মন্ত্রী, পুলিশ, ডাক্তার বাদ নেই কেউ! কী ঘটেছিল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
SSC Scam News: মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতির সঙ্গে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির সাদৃশ্য রয়েছে।
advertisement
তবে ভারতের ইতিহাসে এই ধরনের দুর্নীতির নজির বিরল নয়। মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতির সঙ্গে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির সাদৃশ্য রয়েছে। দেশের আইনশৃঙ্খলার ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে এই ব্যাপম। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করার সময় বিজেপিকে বিঁধতে ফের এই ব্যাপম কেলেঙ্কারির কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একই কথা প্রযোজ্য অসংখ্য ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও। অর্থাৎ ইঞ্জিনিয়ারের চাকরি করছেন যিনি তিনি ইঞ্জিনিয়ারিং পড়ার প্রবেশিকা পরীক্ষাতেই বসেননি। তাহলে কে মেডিক্যাল পড়ল, কে পড়ল ইঞ্জিনিয়ারিং? পাশ করল কে আর স্টেথো ধরে রোগী দেখছেন কে? ওই কেলেঙ্কারির পর্দা ফাঁসে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্ত এখনও চলছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যাপম কেলেঙ্কারির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হল, এই দুর্নীতির সঙ্গে যুক্ত যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের কেউই সে ভাবে সাজা ভোগ করেননি। অপরাধ প্রমাণ হওয়ার আগেই কেউ জামিন পেয়ে গিয়েছেন, কেউ বা রহস্যজনক ভাবে পুলিশের হেফাজতেই মারা গিয়েছেন। বহু মৃত্যু দেখেছে ব্যাপম। দিনের পর দিন আরও জটিল হয়েছে রহস্য।
advertisement
ব্যাপমে জড়িত অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করা হয় বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মাকে। শিক্ষক নিয়োগের পাশাপাশি পুলিশ কনস্টেবল নিয়োগেও তাঁর বিরুদ্ধে কারচুপির অভিযোগ ছিল। তাঁর অধীনে কাজ করা ওপি শুক্ল, সুধীর শর্মাদের মতো শিক্ষা দফতরের অন্য আধিকারিকেরাও হাজতে যান।
advertisement
advertisement
ইনদওরের চিকিৎসক আনন্দ রাই ব্যাপম দুর্নীতি বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। তা থেকেই তদন্ত শুরু হয়। অভিযোগ, নিয়মিত হুমকি ফোন পেতেন তিনি। তাঁকে খুন করার জন্য ‘সুপারি কিলার’ ভাড়া করা হয়েছিল। আদালতের কাছে নিরাপত্তা চেয়েও তিনি পাননি। পরে ইনদওর থেকে দূরে একটি গ্রামে তাঁকে বদলি করে দেওয়া হয়। মধ্যপ্রদেশ সরকার এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন এই প্রাক্তন বিজেপি কর্মী এবং আরএসএস সমর্থক।
advertisement