Spy Youtuber Jyoti: তাঁর মেয়ে পাকিস্তানের গুপ্তচর! জানতেন তিনি? কী বলছেন জ্যোতির বাবা? বাড়িতে কী অজুহাত দিতেন এই ইউটিউবার? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Spy Youtuber Jyoti: হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ‘ট্র্যাভেল উইথ জো’৷ তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ৷ পাকিস্তানের হয়ে চরবৃত্তির করার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সি জ্যোতিকে৷
তাঁর মেয়েকে নিয়ে তোলপাড় দেশ৷ অভিযোগ ইউটিউবার তথা ট্র্যাভেল ভ্লগার পরিচয়ের ছদ্মবেশে তিনি পাকিস্তানে পাচার করতেন ভারতের স্পর্শকাতর তথ্য৷ এহেন জ্যোতি মালহোত্রার এরকম কীর্তিকলাপ নিয়ে কিছু জানতেনই না তিনি৷ দাবি তাঁর বাবা হরিশের৷ মেয়ের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের হদিশ তাঁর কাছে ছিল অজ্ঞাত৷
advertisement
হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ‘ট্র্যাভেল উইথ জো’৷ তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চার লক্ষ৷ পাকিস্তানের হয়ে চরবৃত্তির করার অভিযোগে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে ৩৩ বছর বয়সি জ্যোতিকে৷ পাকিস্তান হাই কমিশনের আধিকারিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে৷ অন্তত দু’বার তিনি পাকিস্তানে গিয়েছেন৷
advertisement
advertisement
জ্যোতির ইউটিউব চ্যানেলে ৪৫০ ভিডিও আছে৷ সেগুলির মধ্যে পাকিস্তান নিয়ে ভিডিওগুলি এক সময় বেশ জনপ্রিয় হয়েছিল৷ ‘ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান’, ‘ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর’, ‘ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল’, ‘ইন্ডিয়ান গার্ল রাইডস লাক্সারি বাস ইন পাকিস্তান’-এর মতো ভিডিও সেগুলির মধ্যে অন্যতম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement