Spy Youtuber Jyoti Malhotra: ইউটিউবার জ্যোতির ফোনে ‘জাঠ রনধাওয়া’ বলে কার নাম্বার সেভ করা? ট্র্যাভেল ব্লগিং-এর নামে তিনি কীভাবে পাকিস্তানে গোপন তথ্য পাচার করছিলেন? জানলে চমকে যাবেন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Spy Youtuber Jyoti Malhotra:জ্যোতির ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ জো বেশ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে৷ সেখানে বেশ কিছু ভিডিও আছে পাকিস্তান সম্পর্কিত৷ একাধিকবার পাকিস্তানে গিয়েছেন জ্যোতি এবং সেখানে গিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথম বার পাকিস্তান যান ২০২৩ সালে। ওই সময়েই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয়। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে ইতিমধ্যেই দানিশকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে ভারতে। শুধু দানিশ নন, তাঁর স্ত্রীর সঙ্গেও জ্যোতির ভাল সম্পর্ক ছিল বলে ধারণা তদন্তকারীদের।
advertisement
advertisement
advertisement
জ্যোতি ছাড়া আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। তদন্তকারীদের অনুমান, পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র তৈরি হয়েছে এ দেশে। এই চক্র মূলত পঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয়। জ্যোতিও সেই চক্রেরই এক সক্রিয় সদস্য বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর ইউটিউব চ্যানেলে ৩.৭৭ লক্ষ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১.৩৩ লক্ষ ফলোয়ার আছে৷







