আহমেদাবাদে দেশের প্রথম সি-প্লেন চালু করছে SpiceJet, ভাড়া মাত্র ১৫০০ টাকা!

Last Updated:
মাত্র আধ ঘণ্টাতেই আহমেদাবাদ থেকে পৌঁছে যাওয়া যাবে কেভাড়িয়ায় ‘স্ট্যাচু অব ইউনিটি’তে । চালু হচ্ছে ৩১ অক্টোবর থেকে ।
1/6
• এ বার মাত্র আধ ঘণ্টাতেই আহমেদাবাদ থেকে পৌঁছে যাওয়া যাবে কেভাড়িয়ায় ‘স্ট্যাচু অব ইউনিটি’তে । সৌজন্যে SpiceJet-এর সি-প্লেন ।
• এ বার মাত্র আধ ঘণ্টাতেই আহমেদাবাদ থেকে পৌঁছে যাওয়া যাবে কেভাড়িয়ায় ‘স্ট্যাচু অব ইউনিটি’তে । সৌজন্যে SpiceJet-এর সি-প্লেন ।
advertisement
2/6
• দেশে এই প্রথমবার সি-প্লেন পরিষেবা চালু হতে চলেছে SpiceJet-এর হাত ধরে ।
• দেশে এই প্রথমবার সি-প্লেন পরিষেবা চালু হতে চলেছে SpiceJet-এর হাত ধরে ।
advertisement
3/6
• আগামী ৩১ অক্টোবর থেকেই চালু হয়ে যাবে এই পরিষেবা । প্রাথমিকভাবে একটি রুটেই চালু হচ্ছে এই সি-প্লেন । পরবর্তীতে দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে SpiceJet-এর।
• আগামী ৩১ অক্টোবর থেকেই চালু হয়ে যাবে এই পরিষেবা । প্রাথমিকভাবে একটি রুটেই চালু হচ্ছে এই সি-প্লেন । পরবর্তীতে দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে SpiceJet-এর।
advertisement
4/6
• আগামী ৩১ তারিখ, শনিবার, সর্দা বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেই এই বিমান চালুর পরিকল্পনা নিয়েছে SpiceJet । আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সদ্য তৈরি হওয়া সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ‘স্যাটু অব ইউনিটি’ পর্যন্ত যাবে এই সি-প্লেন ।
• আগামী ৩১ তারিখ, শনিবার, সর্দা বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতেই এই বিমান চালুর পরিকল্পনা নিয়েছে SpiceJet । আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সদ্য তৈরি হওয়া সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি ‘স্যাটু অব ইউনিটি’ পর্যন্ত যাবে এই সি-প্লেন ।
advertisement
5/6
• ভাড়াও রয়েছে একেবারে মধ্যবিত্তের নাগালে । ১৫০০ টাকা থেকে শুরু এই সি-প্লেনের ভাড়া । ৩০ অক্টোবর থেকে । www.spiceshuttle.com সাইটে পাওয়া যাবে বিমানের টিকিট ।
• ভাড়াও রয়েছে একেবারে মধ্যবিত্তের নাগালে । ১৫০০ টাকা থেকে শুরু এই সি-প্লেনের ভাড়া । ৩০ অক্টোবর থেকে । www.spiceshuttle.com সাইটে পাওয়া যাবে বিমানের টিকিট ।
advertisement
6/6
• আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল ১০টা ১৫ মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে ১০টা ৪৫ মিনিটে।
• আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল ১০টা ১৫ মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে ১০টা ৪৫ মিনিটে।
advertisement
advertisement
advertisement