ভিক্ষাবৃত্তিকে আইনি বৈধতা দিয়েছে হাইকোর্ট, জানুন এই ‘পেশা’য় যুক্ত মানুষদের কিছু চমকে দেওয়া তথ্য
Last Updated:
ভিক্ষাবৃত্তি আর অপরাধ নয় ৷ সম্প্রতি ভিক্ষাবৃত্তিকে আইনি বৈধতা দিল দিল্লি হাইকোর্ট ৷ বম্বে প্রিভেনশন অফ বেগিং-এই আইন অনুযায়ী ভিক্ষা করা একটি আইনি অপরাধ । এই আইনের আওতায় ভিক্ষা করলে ৩ বছর ও সর্বাধিক ১০ বছর কারাবাসের শাস্তি হতে পারে । এই আইনেই পরিবর্তন ঘটিয়ে দিল্লি শহরে ভিক্ষাবৃত্তিকে আইনি বৈধতা দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি হরি শঙ্করের বেঞ্চ ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভিখিরি বলে অশিক্ষিত ভাববেন না ৷ ভারতের ২১ শতাংশ ভিক্ষুক সাক্ষর ৷ তার মধ্যে শুধু নাম লিখতে পারা মানুষই নয়, রয়েছেন বহু উচ্চশিক্ষিত মানুষও ৷ সাক্ষর ভিক্ষুকদের মোট সংখ্যার ০.৪ শতাংশ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী, ৪.০ শতাংশ স্নাতক, ১৩ শতাংশ উচ্চমাধ্যমিক পাশ, বাকি ৬৮ শতাংশ মাধ্যমিকের গন্ডি না পেরলেও স্কুল অবধি পড়াশুনা চালিয়ে গিয়েছেন ৷