দাপিয়ে বেড়াচ্ছে 'পাহাড়ি ভূত'! অবিশ্বাস্য! এমন ছবি রোজ রোজ দেখা যায় না

Last Updated:
snow leopard: ক্যামেরায় ধরা পড়ল বিরল ছবি। দেখা গেল পাহাড়ি ভূত।
1/6
'পাহাড়ি ভূত'। না না অশরীরী বা ভূত বলে ভুল করবেন না। আসলে পাহাড়ি চিতাকে অনেকেই পাহাড়ি ভূত বলে থাকেন।
'পাহাড়ি ভূত'। না না অশরীরী বা ভূত বলে ভুল করবেন না। আসলে পাহাড়ি চিতাকে অনেকেই পাহাড়ি ভূত বলে থাকেন।
advertisement
2/6
জম্মু কাশ্মীরে দেখা গেল বিরল ছবি। জম্মু কাশ্মীরের কিশতওয়ার জাতীয় উদ্যানে দেখা গেল স্নো লেপার্ড।
জম্মু কাশ্মীরে দেখা গেল বিরল ছবি। জম্মু কাশ্মীরের কিশতওয়ার জাতীয় উদ্যানে দেখা গেল স্নো লেপার্ড।
advertisement
3/6
স্নো লেপার্ড সচরাচর দেখাই যায় না। এরা পাহাড়ে গা ঢাকা দিয়ে থাকে। ফলে স্নো লেপার্ডের ছবি মানে বিরল বটে।
স্নো লেপার্ড সচরাচর দেখাই যায় না। এরা পাহাড়ে গা ঢাকা দিয়ে থাকে। ফলে স্নো লেপার্ডের ছবি মানে বিরল বটে।
advertisement
4/6
কিশতওয়ার ন্যাশনাল পার্কের  ২ হাজার ১৯৫ বর্গ কিমি এলাকাজুড়ে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল। তাতেই ধরা পড়েছে বিরল ছবি।
কিশতওয়ার ন্যাশনাল পার্কের ২ হাজার ১৯৫ বর্গ কিমি এলাকাজুড়ে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল। তাতেই ধরা পড়েছে বিরল ছবি।
advertisement
5/6
সাদা চোখে প্রায় দেখা যায় না বলেই তুষার চিতাকে অনেকে বলেন পাহাড়ি ভূত।
সাদা চোখে প্রায় দেখা যায় না বলেই তুষার চিতাকে অনেকে বলেন পাহাড়ি ভূত।
advertisement
6/6
স্নো লেপার্ডরা কোথায় থাকে, কীভাবে বংশবিস্তার করে, এসব জানার জন্য সরকার ২০২১ সালে একটি প্রোজেক্ট শুরু করেছিল।
স্নো লেপার্ডরা কোথায় থাকে, কীভাবে বংশবিস্তার করে, এসব জানার জন্য সরকার ২০২১ সালে একটি প্রোজেক্ট শুরু করেছিল।
advertisement
advertisement
advertisement