Rath Yatra 2020| রাত পোহালেই জগন্নাথের মহাস্নান যাত্রা, পূণ্যলগ্নে পুরীতে কড়া নিরাপত্তা
আগামী ২৩ জুন রথযাত্রা৷ তার আগে ভগবান জগন্নাথের মহাস্নান৷ পুরীতে এখন সাজো সাজো রব৷ করোনা ভাইরাস অতিমারির জন্য এ বছর কোনও ভক্ত ও পূণ্যার্থীকে এ বার দেখার অনুমতি দেওয়া হয়নি৷


আগামী ২৩ জুন রথযাত্রা৷ তার আগে ভগবান জগন্নাথের মহাস্নান৷ পুরীতে এখন সাজো সাজো রব৷ করোনা ভাইরাস অতিমারির জন্য এ বছর কোনও ভক্ত ও পূণ্যার্থীকে দেখার অনুমতি দেওয়া হয়নি৷


আগামিকাল অর্থাত্ শুক্রবার স্নান পূর্ণিমা যাত্রা হবে জগন্নাথের৷ রথযাত্রারই অংশ এই স্নানযাত্রা৷ জগন্নাথের মহাস্নান হিসেবে খ্যাত৷ কিংবদন্তি আছে, এই মহাস্নানের পরে জগন্নাথ অসুস্থ হয়ে যান৷ তাঁর জ্বর আসে৷ তা সারতে ১৪ দিন লাগে এবং নব যৌবন দর্শন হয় জগন্নাথের৷


রথাযাত্রা ঘিরে গোটা পুরী মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টো ৬ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পুরীর মন্দির ও সংলগ্ন এলাকাতেও ১৪৪ ধারা৷


এলাকাকে ৭টি জোনে ভাগ করা হয়েছে৷ সেই ভাবে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ ৩৮ প্ল্যাটুন ফোর্স ও ১ সেকশন পুলিশ মোতায়েন রয়েছে৷ স্নানপূর্ণিমা যাত্রার সময় ১৫০ জন অফিসার ও ৬ জন এসপি থাকবেন৷


কোনও ভক্তকে এ বার অনুমতি দেওয়া হচ্ছে না পুরীতে৷ তাঁরা টিভি-তে লাইভ সম্প্রচার দেখতে পারবেন রথযাত্রার৷