advertisement
সাপের কামড় দু‘রকমের হয় ৷ একটা ড্রাই বাইট আরেকটি ভেনামাস বাইট ৷ অর্থাৎ একটি কামড় যখন সাপ কামড়ায় কিন্তু বিষ নিঃসরণ করে না ৷ এক্ষেত্রে ভয় কম হলেও ভয় নেই এরকম নয় ৷ এর ফলেও র্যাশ ও ইরিটেশন হয় ৷ ফলে সঙ্গে সঙ্গে সাপের দাঁতের দুটি দাগ যদি থাকে তাহলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত ৷ Photo - Collected
advertisement
advertisement
হাতে বা পায়ে যেখানেই সাপে কাটুক সেখানে লাল হয়ে যায় চোখে কম দেখা যায়, দুটি দাঁতের দাগ দেখা যায় নিঃশ্বাসের কষ্ট ৷ কিন্তু এত কিছু হলেও দিশাহীণ হয়ে হাঁপাতে শুরু করবেন না ৷ কারণ তাহলে হার্টরেট বেড়ে যাবে এবং বেশি ব্লাড পাম্প শুরু হয়ে যাবে ৷ যার ফলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে বিষ ৷ Photo - Collected
advertisement
advertisement
advertisement