সুইমিং পুলে ৩০০ কেজি ‘সোনার বাট’! চিট ফান্ড মালিকের খাজানা দেখে অবাক তদন্তকারীরা
Last Updated:
রাশি রাশি সোনা ৷ থরে থরে সোনার বাট ৷ বিপুল পরিমাণ সোনা রাখা ছিল সুইমিং পুলের মধ্যে ৷ সেই সুইমিং পুল আবার ছ’তলার উপরে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
♦ ইতিমধ্যেই তদন্তে নেমে মনসুর খানের প্রায় ২০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এসআইটি। তার মধ্যে ২০টি স্থাবর সম্পত্তি এবং একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও রয়েছে। আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতার করা হয়েছে সংস্থার ১২ জন ডিরেক্টর, বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার, বেঙ্গালুরু উত্তর মহকুমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার-সহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।