Sikkim Snowfall: তীব্র তুষারপাতে পুরু বরফের চাদরের নীচে মুখ লুকিয়েছে সিকিম! দেখুন শেরথাং, নাথুলার নৈসর্গিক অ্যালবাম

Last Updated:
Sikkim Snowfall: সিকিমের বেশির ভাগ অংশ এখন পুরু বরফের নীচে
1/10
বছরের প্রথম তুষারপাতে ঢাকল সিকিম৷ ১৬ জানুয়ারি, মঙ্গলবার এখানে প্রথম তুষারপাত হয় এই নতুন বছরে৷ বছরের প্রথম তুষারপাতে ঢাকল সিকিম৷ ১৬ জানুয়ারি, মঙ্গলবার এখানে প্রথম তুষারপাত হয় এই নতুন বছরে৷
বছরের প্রথম তুষারপাতে ঢাকল সিকিম৷ ১৬ জানুয়ারি, মঙ্গলবার এখানে প্রথম তুষারপাত হয় এই নতুন বছরে৷ বছরের প্রথম তুষারপাতে ঢাকল সিকিম৷ ১৬ জানুয়ারি, মঙ্গলবার এখানে প্রথম তুষারপাত হয় এই নতুন বছরে৷
advertisement
2/10
সিকিমের বেশির ভাগ অংশ এখন ২ ইঞ্চি পুরু বরফের নীচে৷
সিকিমের বেশির ভাগ অংশ এখন ২ ইঞ্চি পুরু বরফের নীচে৷
advertisement
3/10
সিকিমের রাজধানী গ্যাংটকে এখন কনকনে ঠান্ডার সঙ্গে রোদ ঝলমলে দিন৷
সিকিমের রাজধানী গ্যাংটকে এখন কনকনে ঠান্ডার সঙ্গে রোদ ঝলমলে দিন৷
advertisement
4/10
তাই যাঁরা বরফ ও শীতকাল উপভোগ করতে গিয়েছেন, সেই পর্যটকরা বেজায় খুশি৷
তাই যাঁরা বরফ ও শীতকাল উপভোগ করতে গিয়েছেন, সেই পর্যটকরা বেজায় খুশি৷
advertisement
5/10
বরফের চাদরের নীচে ঢাকা পড়েছে গুরুদোংমার হ্রদ, সোংমো (ছাঙ্গু) হ্রদ, জিরো পয়েন্ট, ইয়ুমথাং উপত্যকা, জুলুক, শেরথাং, নাথুলা-সহ সিকিমের দর্শনীয় স্থান৷
বরফের চাদরের নীচে ঢাকা পড়েছে গুরুদোংমার হ্রদ, সোংমো (ছাঙ্গু) হ্রদ, জিরো পয়েন্ট, ইয়ুমথাং উপত্যকা, জুলুক, শেরথাং, নাথুলা-সহ সিকিমের দর্শনীয় স্থান৷
advertisement
6/10
তুষারপাতের সাদা আস্তরণে নৈসর্গিক রূপ যেন স্বর্গীয়৷ বিশেষ করে উত্তর সিকিমের লাচেন এবং থাঙ্গু উপত্যকা শীতলতম শহর সিকিমের৷
তুষারপাতের সাদা আস্তরণে নৈসর্গিক রূপ যেন স্বর্গীয়৷ বিশেষ করে উত্তর সিকিমের লাচেন এবং থাঙ্গু উপত্যকা শীতলতম শহর সিকিমের৷
advertisement
7/10
সাধারণত উত্তর সিকিম বেড়ানোর মূল সময় মে থেকে সেপ্টেম্বর৷ সে সময় আবহাওয়া অনুকূল থাকে৷
সাধারণত উত্তর সিকিম বেড়ানোর মূল সময় মে থেকে সেপ্টেম্বর৷ সে সময় আবহাওয়া অনুকূল থাকে৷
advertisement
8/10
শীতে প্রতিকূল পরিবেশেও অল্প সংখ্যক পর্যটক যান বরফ উপভোগ করতে৷
শীতে প্রতিকূল পরিবেশেও অল্প সংখ্যক পর্যটক যান বরফ উপভোগ করতে৷
advertisement
9/10
কঠিন শীতে কার্যত স্তব্ধ হয়ে যায় সিকিমের সাধারণ জনজীবন৷
কঠিন শীতে কার্যত স্তব্ধ হয়ে যায় সিকিমের সাধারণ জনজীবন৷
advertisement
10/10
তুষারপাতে বিধ্বস্ত সিকিমে বিঘ্নিত হয় পর্যটনও৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ও সতর্ক প্রশাসন৷
তুষারপাতে বিধ্বস্ত সিকিমে বিঘ্নিত হয় পর্যটনও৷ তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর ও সতর্ক প্রশাসন৷
advertisement
advertisement
advertisement