Sikkim: সিকিমে ভয়ঙ্কর বিপর্যয়! ফুঁসছে নদী, ভাঙছে রাস্তা-ব্রিজ-বাড়ি! পর্যটকদের জন্য বিরাট আপডেট
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Sikkim Disaster: ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের।
*সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি। ছবিঃ পার্থপ্রতীম সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
advertisement