Shergarh Fort in Kota: জঙ্গলে ঘেরা সে এক আশ্চর্য দুর্গ! নামের সঙ্গে জড়িয়ে শের শাহ, এই গরমের ছুটিতে ঘুরে আসবেন নাকি সেখানে!

Last Updated:
সামনেই ১ লা বৈশাখ। তবে এখন থেকেই গরম পড়তে শুরু করেছে। আর কিছু দিন পরেই স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। গরমের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নিশ্চই। এই ছুটিতে যদি কোনও ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যুক্ত জায়গায় আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে ভাবতেই পারেন এই জায়গার কথা। কোটা শহর থেকে সামান্য দূরে একটি দুর্গ। পর্যটকদের কাছেও খুব জনপ্রিয়।
1/5
সামনেই ১ লা বৈশাখ। তবে এখন থেকেই গরম পড়তে শুরু করেছে। আর কিছু দিন পরেই স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। গরমের ছুটিতে সবাই কোথাও না কোথাও  ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নিশ্চই।  এই ছুটিতে যদি কোনও ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যুক্ত জায়গায় আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে ভাবতেই পারেন এই জায়গার কথা। কোটা শহর থেকে সামান্য দূরে একটি দুর্গ। পর্যটকদের কাছেও খুব জনপ্রিয়।
সামনেই ১ লা বৈশাখ। তবে এখন থেকেই গরম পড়তে শুরু করেছে। আর কিছু দিন পরেই স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। গরমের ছুটিতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নিশ্চই। এই ছুটিতে যদি কোনও ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যুক্ত জায়গায় আপনার ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে ভাবতেই পারেন এই জায়গার কথা। কোটা শহর থেকে সামান্য দূরে একটি দুর্গ। পর্যটকদের কাছেও খুব জনপ্রিয়।
advertisement
2/5
কোটার হাদাউতি এলাকার অভয়ারণ্য শুধু বন্যপ্রাণীর জন্য বিখ্যাত নয়, এই অঞ্চলের একটা প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। পাশাপাশি, ধর্মীয় স্থান হিসেবেও এই এলাকা বিখ্যাত। এটা এমন একটা জায়গা যেখানে অ্যাডভেঞ্চারের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্যও উপভোগ করতে পারবেন আপনি। অভয়ারণ্যের মধ্যে একটি দুর্গও রয়েছে। এখানে জঙ্গল সাফারির মাধ্যমে বন্য প্রাণীর দেখা পাওয়ার পাশাপাশি, বোটিংও করতে পারবেন।
কোটার হাদাউতি এলাকার অভয়ারণ্য শুধু বন্যপ্রাণীর জন্য বিখ্যাত নয়, এই অঞ্চলের একটা প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। পাশাপাশি, ধর্মীয় স্থান হিসেবেও এই এলাকা বিখ্যাত। এটা এমন একটা জায়গা যেখানে অ্যাডভেঞ্চারের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্যও উপভোগ করতে পারবেন আপনি। অভয়ারণ্যের মধ্যে একটি দুর্গও রয়েছে। এখানে জঙ্গল সাফারির মাধ্যমে বন্য প্রাণীর দেখা পাওয়ার পাশাপাশি, বোটিংও করতে পারবেন।
advertisement
3/5
কোটা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে শেরগড় অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই দুর্গ। প্রতি বছর এই দুর্গ দেখতে হাজার হাজার পর্যটক আসেন এখানে। এলাকার বাসিন্দা এএইচ জাইদি জানান, শেরগড় দুর্গের নামকরণ করা হয়েছিল শের শাহের নামে। পার্বণ নদীর তীরে নির্মিত এই দুর্গের ভিতরে মানুষ বসবাসও করে। এখানে প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরও রয়েছে।
কোটা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে শেরগড় অভয়ারণ্যের মধ্যে অবস্থিত এই দুর্গ। প্রতি বছর এই দুর্গ দেখতে হাজার হাজার পর্যটক আসেন এখানে। এলাকার বাসিন্দা এএইচ জাইদি জানান, শেরগড় দুর্গের নামকরণ করা হয়েছিল শের শাহের নামে। পার্বণ নদীর তীরে নির্মিত এই দুর্গের ভিতরে মানুষ বসবাসও করে। এখানে প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরও রয়েছে।
advertisement
4/5
শেরগড় দুর্গ বর্তমানে রাজস্থানের অন্যতম সেরা দুর্গ। দুর্গের তিন দেয়ালের মাঝে ৭টি দরজা পেরিয়ে পৌঁছতে হয় দুর্গের চূড়ায়। দুর্গের মূল ফটক থেকে সর্বোচ্চ ফটক পর্যন্ত সাতটি দরজা অতিক্রম করতে হয়।
শেরগড় দুর্গ বর্তমানে রাজস্থানের অন্যতম সেরা দুর্গ। দুর্গের তিন দেয়ালের মাঝে ৭টি দরজা পেরিয়ে পৌঁছতে হয় দুর্গের চূড়ায়। দুর্গের মূল ফটক থেকে সর্বোচ্চ ফটক পর্যন্ত সাতটি দরজা অতিক্রম করতে হয়।
advertisement
5/5
এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে। এছাড়া পার্বণ নদীতে পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থাও চালু করা হয়েছে। কোটা থেকে ট্যাক্সি করেই শেরগড় দুর্গে যেতে পারেন। এছাড়া, বাস বা ট্রেনে কোটা থেকে আত্রু পর্যন্ত পৌঁছনো যায়।
এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে। এছাড়া পার্বণ নদীতে পর্যটকদের জন্য বোটিংয়ের ব্যবস্থাও চালু করা হয়েছে। কোটা থেকে ট্যাক্সি করেই শেরগড় দুর্গে যেতে পারেন। এছাড়া, বাস বা ট্রেনে কোটা থেকে আত্রু পর্যন্ত পৌঁছনো যায়।
advertisement
advertisement
advertisement