• এমন জায়গাও আছে ? যেখানে বাড়িতে কোনও দরজা নেই, ব্যাঙ্কেও নেই তালা দেওয়ার ব্যবস্থা ৷ তবু কিচ্ছু চুরি হয় না এখানে! হবে কী করে? এখানে যে কোনও চোরই নেই ৷ কেউ কারও কোনও জিনিসে হাতও দেয় না ৷ ছোট-বড় নানা দরকারি, অদরকারি, সামগ্রী রাখা থাকে ঘরের মধ্যেই ৷ অথচ তা কেউ ছুঁয়েও দেখেন না ৷