এই গ্রামে নেই কোনও দরজা নেই, থানা নেই, ব্যাঙ্কেও তালা পড়ে না!

Last Updated:
1/6
• এমন জায়গাও আছে ? যেখানে বাড়িতে কোনও দরজা নেই, ব্যাঙ্কেও নেই তালা দেওয়ার ব্যবস্থা ৷ তবু কিচ্ছু চুরি হয় না এখানে! হবে কী করে? এখানে যে কোনও চোরই নেই ৷ কেউ কারও কোনও জিনিসে হাতও দেয় না ৷ ছোট-বড় নানা দরকারি, অদরকারি, সামগ্রী রাখা থাকে ঘরের মধ্যেই ৷ অথচ তা কেউ ছুঁয়েও দেখেন না ৷
• এমন জায়গাও আছে ? যেখানে বাড়িতে কোনও দরজা নেই, ব্যাঙ্কেও নেই তালা দেওয়ার ব্যবস্থা ৷ তবু কিচ্ছু চুরি হয় না এখানে! হবে কী করে? এখানে যে কোনও চোরই নেই ৷ কেউ কারও কোনও জিনিসে হাতও দেয় না ৷ ছোট-বড় নানা দরকারি, অদরকারি, সামগ্রী রাখা থাকে ঘরের মধ্যেই ৷ অথচ তা কেউ ছুঁয়েও দেখেন না ৷
advertisement
2/6
• এমন জায়গা রয়েছে এই দেশেই ৷ মুম্বাইয়ের মহারাষ্ট্রের প্রত্যন্ত একটি গ্রাম। আহমেদনগর থেকে ৩৫ কিমি দূরের সেই গ্রামের ‌নাম শনি শিঙ্গনাপুর। বসবাস করেন প্রায় পাঁচ হাজার মানুষ। কিন্তু এখানকার কোনও ঘরেই কোনও দরজার ব্যবস্থা নেই ৷
• এমন জায়গা রয়েছে এই দেশেই ৷ মুম্বাইয়ের মহারাষ্ট্রের প্রত্যন্ত একটি গ্রাম। আহমেদনগর থেকে ৩৫ কিমি দূরের সেই গ্রামের ‌নাম শনি শিঙ্গনাপুর। বসবাস করেন প্রায় পাঁচ হাজার মানুষ। কিন্তু এখানকার কোনও ঘরেই কোনও দরজার ব্যবস্থা নেই ৷
advertisement
3/6
• আসলে এখানকার বাসিন্দারা মনে করেন, তাঁদের গ্রামের রক্ষক শনি দেবতা ৷ তিনিই সকলের সামনে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন ৷ তাই ঘরে দরজা বা তালা লাগানোর প্রয়োজনবোধ করেন না গ্রামবাসীরা ৷
• আসলে এখানকার বাসিন্দারা মনে করেন, তাঁদের গ্রামের রক্ষক শনি দেবতা ৷ তিনিই সকলের সামনে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন ৷ তাই ঘরে দরজা বা তালা লাগানোর প্রয়োজনবোধ করেন না গ্রামবাসীরা ৷
advertisement
4/6
• বংশ পরম্পরায় এই নিয়মই মেনে চলেছেন এখানকার মানুষজন ৷ তাঁদের বাপ-ঠাকুরদাদারা নাকি ঘরে দরজা লাগাতে নিষেধ করে গিয়েছেন, এমনটাই বক্তব্য স্থানীয়দের ৷
• বংশ পরম্পরায় এই নিয়মই মেনে চলেছেন এখানকার মানুষজন ৷ তাঁদের বাপ-ঠাকুরদাদারা নাকি ঘরে দরজা লাগাতে নিষেধ করে গিয়েছেন, এমনটাই বক্তব্য স্থানীয়দের ৷
advertisement
5/6
•  প্রায় ৩০০ বছর ধরে এই রীতি মেনে চলছেন এঁরা ৷
• প্রায় ৩০০ বছর ধরে এই রীতি মেনে চলছেন এঁরা ৷
advertisement
6/6
• শুধু ঘরে দরজা নয়, এই গ্রামের ব্যাঙ্কেও তালা পড়ে না ৷ চোর-ডাকাতের উৎপাত না থাকায় গ্রামে কোনও থানাও নেই ৷
• শুধু ঘরে দরজা নয়, এই গ্রামের ব্যাঙ্কেও তালা পড়ে না ৷ চোর-ডাকাতের উৎপাত না থাকায় গ্রামে কোনও থানাও নেই ৷
advertisement
advertisement
advertisement