Bollywood Gossip: আবার একসঙ্গে ‘জব উই মেট’-এর গীত-আদিত্য! প্রাক্তন করিনার পিছনে বসেই অনুষ্ঠান দেখছেন শাহিদ, তাহলে কী সব...
- Published by:Rachana Majumder
- trending-desk
Last Updated:
শাহিদ বিয়ে করেছেন মীরা রাজপুতকে। কন্যা মিশা এবং পুত্র জৈনকে নিয়ে তাঁদের সুখের সংসার। অন্যদিকে করিনা বিয়ে করেছেন সইফ আলি খানকে। বলিউডের এই পাওয়ার কাপলের দুই পুত্র তৈমুর এবং জেহ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বহু প্রতীক্ষিত অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান। সেখানে যেন বসেছিল তারাদের হাট! আসলে নিজের সন্তানদের জন্যই হাজির হয়েছিলেন বলিউডের নামীদামি বহু তারকাই। এঁদের মধ্যে অন্যতম হলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান, শাহিদ কাপুর আর মীরা রাজপুত এবং শাখরুখ খান।
advertisement
ওই অনুষ্ঠানে বড় পুত্র তৈমুরের সঙ্গে পা রাখতেই সকলের নজর ঘুরে যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি করিনা আর সইফের দিকে। সঙ্গে অবশ্য ছিলেন করিনার দিদি তথা বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরও। এদিকে দুই সন্তান মিশা এবং জৈনকে নিয়ে অনুষ্ঠানস্থলে রীতিমতো স্টাইলিশ অবতারে প্রবেশ করতে দেখা যায় আর এক বহুলচর্চিত জুটি শাহিদ ও মীরাকে।
advertisement
যদিও অনুষ্ঠানস্থলের ভিতরে তাঁদের ছবি ইতিমধ্যেই হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে ভক্তরা লক্ষ্য করেন যে, অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিকা করিনা কাপুর খানের একদম পিছনেই বসে রয়েছেন শাহিদ কাপুর। প্রসঙ্গত এক সময় বি-টাউন জুড়ে চর্চার বিষয় ছিল শাহিদ আর করিনার মিষ্টি প্রেমের কাহিনি। আর এত বছর বাদে স্কুলের অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিক-প্রেমিকার ছবি দেখে নেটিজেনরা ফের চর্চা শুরু করেছেন।
advertisement
আসলে ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে উপচে পড়েছে ওই প্রাক্তন যুগলের ভক্তদের প্রতিক্রিয়া। এক ব্যবহারকারী কমেন্ট করে লিখেছেন যে, “এই ছবিটা খুবই মিষ্টি - এক ফ্রেমে বেবো আর শাহিদ!” অন্য এক নেটাগরিক আবার লিখেছেন যে, “একই বৃত্তে বলিউডের প্রাক্তন তারকা জুটি - তাঁদের এমন ঠান্ডা মেজাজে দেখে বেশ ভালই লাগছে।”
advertisement
আসলে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে শাহিদ আর করিনার ছবির ঝলক ভক্তদের ফিরিয়ে নিয়ে গিয়েছে এই প্রাক্তন তারকা জুটির সুখের দিনগুলিতে। কিংবদন্তি রোম্যান্টিক ধারার ছবি ‘জব উই মেট’-এর নস্টালজিয়া ঘিরে ধরেছে তাঁদের। ভক্তদের মনে পড়ে গিয়েছে সেই পুরনো গীত আর আদিত্যকে। এক ভক্ত তো লিখেই দিয়েছেন যে, “ওঁরা সব সময় একেবারে সঠিক গীত আর আদিত্যই থাকবেন!” আবার অন্য একজন মজাচ্ছলে লিখেছেন যে, “অন্য সঙ্গীদের সঙ্গে নিয়ে সন্তানদের শো দেখছেন গীত আর আদিত্য। সত্যিই কিংবদন্তি!”
advertisement
advertisement