Home » Photo » national » Sawan Ka Dusra Somvar 2022: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বেলা ১২টা থেকে বিরাট সংযোগ শুরু হয়েছে, মহাদেবের আরাধনায় তুমুল সুখ সমৃদ্ধিতে জীবন সম্পন্ন হবে
Sawan Ka Dusra Somvar 2022: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বেলা ১২টা থেকে বিরাট সংযোগ শুরু হয়েছে, মহাদেবের আরাধনায় তুমুল সুখ সমৃদ্ধিতে জীবন সম্পন্ন হবে
Sawan Ka Dusra Somvar 2022: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কয়েকটি বিরাট মুহূর্তে তুমুল সংযোগ
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ একেতে শ্রাবণ সোমবার তার সঙ্গে সোমপ্রদষ ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
সোমপ্রদষ ব্রততে ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে বিশেষ ভাবে জীবনের বড় বড় সঙ্কট কেটে য়েতে পারে নিমেষেই ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
এছাড়াও শ্রাবণের দ্বিতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধিযোগ, অমৃতসিদ্ধি যোগ অথবা ধ্রুবযোগ সৃষ্টি হয়েছে ৷ এতে ভগবান শিব ও পার্বতীর আরাধনায় প্রচুর পরিমাণে সাফল্য জীবনে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুজোর বেশ কিছু মুহূর্ত আছে ৷ এই মুহূর্তে আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
অভিজিৎ মুহূর্ত দুপুর ১২টা থেকে ১২.৫৫ পর্যন্ত, বিজয় মুহূর্ত দুপুর ০২.৫৫ থেকে ৩.৩৮ পর্যন্ত, গোধূলি মুহূর্ত সন্ধে ০৭.০৩ থেকে ০৭.২৭ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
অমৃত সিদ্ধিযোগ ২৫ জুলাই ২০২২, সকাল ০৫.৩৮ থেকে ২৬ জুলাই দুপুর ০১.০৬ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
অমৃতকাল দুপুর ৩.১০ থেকে বিকেল ০৪.৫৮ পর্যন্ত ৷ সর্বার্থ সিদ্ধিযোগ ২৫ জুলাই ২০২২, সকাল ০৫.৩৮ থেকে ২৬ জুলাই দুপুর ০১.০৬ পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
শ্রাবণ মাসের সোমবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে ৷ তেমন হলে পরিষ্কার কাপড় পরতে হবে ৷ ব্রত রাখতে গেলে ভগবানের সামনে সঙ্কল্প করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
তারপরে পুজোর প্রস্তুতি করতে হবে ৷ বাড়িতে পুজো করলে গঙ্গাজল ছিটিয়ে তার শুদ্ধিকরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
শিবলিঙ্গকে দুধ, গঙ্গাজল, দই, ঘি, পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে ৷ ভোলানাথকে সাদা চন্দন, চিনি, সাদাফুল, ভাং, ধুতরা, বেলপাতা, মিষ্টি, ফল ইত্যাদি অর্পণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
শিবের সঙ্গে পার্বতীর পুজো করতে হবে ৷ পার্বতীর সামনে শৃঙ্গার নিবেদন করতে হবে ৷ ধূপ, প্রদীপ জ্বেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে ৷ একই সঙ্গে শিবচল্লিশা পাঠ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
অবশেষে শিবের আরতি করে সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷