'অযোধ্যার অবস্থা সঙ্কটজনক, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা'! রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে কটাক্ষ সঞ্জয় রাউতের
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের পর শিবসেনা সাংসদ এমন মন্তব্য করেন৷ উল্লেখ্য অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল রামমন্দিরের ভিতপুজোর অনুষ্ঠানে৷
▪️আর মাত্র ১দিনের অপেক্ষা৷ ৫ই আগস্ট অযোধ্যায় হবে রামমন্দির ভূমিপুজে৷ যাকে কেন্দ্র করে রীতিমতো সাজসাজ রব অযোধ্যা জুড়ে৷ মোট ২০০জন নেতা মন্ত্রীর উপস্থিতির কথা ঘোষণা করা হয়েছে৷ অবশ্যই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনিই করবেন মন্দিরের শিলান্যাস৷ তবে তার আগেই একের পর এক করোনার কোপে সমস্যা তৈরি হয়েছে৷
advertisement
advertisement
advertisement
▪️স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের পর শিবসেনা সাংসদ এমন মন্তব্য করেন৷ উল্লেখ্য অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল রামমন্দিরের ভিতপুজোর অনুষ্ঠানে৷ অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং-ও করোনায় আক্রান্ত হয়েছেন৷ করোনায় মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের মন্ত্রী কমল রানি বরুণের৷ রামমন্দিরের পুরোহিত সহ ১৬জন নিরাপত্তাকর্মীও করোনার কবলে৷ তাই পরিস্থিতি যে খুব একটা ভাল তা হলফ করে বলতে পারছেন না কেউই৷
advertisement
advertisement