পালিয়ে বিয়ের পর সুরক্ষা পেতে গেলেন আদালতে, উল্টে কপালে জুটল ১০ হাজার টাকা জরিমানা ! কারণটা অদ্ভুত

Last Updated:
পরিবারের রোষ থেকে বাঁচতে সুরক্ষা চেয়ে লম্বা চওড়া দরখাস্ত লিখে জমা দিয়েছিলেন আদালতে ৷ সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজেদের বিয়ের একটা ছবিও ৷ সেই ছবিই হল কাল ৷
1/5
পরিবারকে তো দূর অস্ত, করোনাকেও ডরায় না প্রেম.. লকডাউনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে সেরে ফেরেছিলেন বিয়ে ৷ কিন্তু বিয়ের পর হনিমুন নয়, পরিবারের ভয়ে সোজা গেলেন আদালতে ৷ কিন্তু সেখানে গিয়ে এমন ‘উপহার’ পাবেন, তা কে আর জানত!
পরিবারকে তো দূর অস্ত, করোনাকেও ডরায় না প্রেম.. লকডাউনের মধ্যেই বাড়ি থেকে পালিয়ে সেরে ফেরেছিলেন বিয়ে ৷ কিন্তু বিয়ের পর হনিমুন নয়, পরিবারের ভয়ে সোজা গেলেন আদালতে ৷ কিন্তু সেখানে গিয়ে এমন ‘উপহার’ পাবেন, তা কে আর জানত!
advertisement
2/5
পরিবারের হাত থেকে বাঁচতে আদালতের শরণ নিয়েছিলেন নবদম্পতি ৷ সুরক্ষার আর্জি জানিয়ে লম্বা দরখাস্ত জমা দিয়েছিলেন পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে ৷ কিন্তু সুরক্ষার বদলে জুটল ১০ হাজার টাকা জরিমানার শাস্তি ৷ কারণ জানলে আশ্চর্য হবেন ৷
পরিবারের হাত থেকে বাঁচতে আদালতের শরণ নিয়েছিলেন নবদম্পতি ৷ সুরক্ষার আর্জি জানিয়ে লম্বা দরখাস্ত জমা দিয়েছিলেন পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে ৷ কিন্তু সুরক্ষার বদলে জুটল ১০ হাজার টাকা জরিমানার শাস্তি ৷ কারণ জানলে আশ্চর্য হবেন ৷
advertisement
3/5
পরিবারের রোষ থেকে বাঁচতে সুরক্ষা চেয়ে লম্বা চওড়া দরখাস্ত লিখে জমা দিয়েছিলেন আদালতে ৷ সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজেদের বিয়ের একটা ছবিও ৷ সেই ছবিই হল কাল ৷
পরিবারের রোষ থেকে বাঁচতে সুরক্ষা চেয়ে লম্বা চওড়া দরখাস্ত লিখে জমা দিয়েছিলেন আদালতে ৷ সঙ্গে জুড়ে দিয়েছিলেন নিজেদের বিয়ের একটা ছবিও ৷ সেই ছবিই হল কাল ৷
advertisement
4/5
পঞ্জাবের বাসিন্দা এই নবদম্পতি লকডাউনে বিয়ে করলেও পরেননি কোনও মাস্ক ৷ পঞ্জাব সরকারের তরফে বারবার নির্দেশিকা জারি করে করোনা ঠেকাতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷ লকডাউনে বিয়ে করলেও মাস্ক পরার নিয়মটিই অগ্রাহ্য করেছেন এই দম্পতি ৷ দরখাস্তের সঙ্গে নবদম্পতির বিবাহের যে ফটো দিয়েছিলেন তাতেই স্পষ্ট হয়ে যায় বিয়ের সময় কোনও মাস্ক ববহার করেননি তারা তা দেখেই জরিমানার সিদ্ধান্ত আদালতের ৷
পঞ্জাবের বাসিন্দা এই নবদম্পতি লকডাউনে বিয়ে করলেও পরেননি কোনও মাস্ক ৷ পঞ্জাব সরকারের তরফে বারবার নির্দেশিকা জারি করে করোনা ঠেকাতে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷ লকডাউনে বিয়ে করলেও মাস্ক পরার নিয়মটিই অগ্রাহ্য করেছেন এই দম্পতি ৷ দরখাস্তের সঙ্গে নবদম্পতির বিবাহের যে ফটো দিয়েছিলেন তাতেই স্পষ্ট হয়ে যায় বিয়ের সময় কোনও মাস্ক ববহার করেননি তারা তা দেখেই জরিমানার সিদ্ধান্ত আদালতের ৷
advertisement
5/5
১৫ দিনের মধ্যে আদালতে ১০ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্জাব হরিয়ানা হাইকোর্ট ৷Photo -Representive
১৫ দিনের মধ্যে আদালতে ১০ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পঞ্জাব হরিয়ানা হাইকোর্ট ৷Photo -Representive
advertisement
advertisement
advertisement