Narendra Modi Photos: ৭৫তম প্রজাতন্ত্র দিবসে নরেন্দ্র মোদি নয়া লুকে, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Narendra Modi Photos: সারা দেশ আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এই উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সারা দেশ আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। এই উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তিনি দিল্লির জাতীয় যুদ্ধের স্মৃতিসৌধে গিয়েছিলেন, যেখানে তিনি প্রয়াত সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ওয়ার মেমোরিয়ালে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এই সময়ে প্রতি বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রী মোদির লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাঁধানি পাগড়ি ' পরতে দেখা গেছে। এই পাগড়িতে অনেক রঙ রয়েছে এর দৈর্ঘ্যও বেশ লম্বা। প্রধানমন্ত্রীর পাগড়ির রঙ প্রধানত হলুদ এবং এই রঙটি ভগবান রামের সঙ্গেও যুক্ত বলে মনে করা হয়। পাগড়ি ছাড়াও প্রধানমন্ত্রী ভারতের ট্র্যাডিশানাল পোশাক কুর্তা ও চুড়িদার পায়জামা পরেছেন। তার কুর্তা এবং পায়জামার রঙ সাদা এবং তার উপর বাদামী জ্যাকেট পরা। প্রধানমন্ত্রীও কালো জুতা পরেছিলেন।
advertisement
প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর থেকেই মাথায় পাগড়ি পরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩-র ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজস্থানী যোধপুরি পাচরাঙ্গি মোথদা সাফা পরে এসেছিলেন। সাফার কাপড়ে বহু রঙের লেহারিয়ায় ক্রস স্ট্রাইপের নকশা ছিল। পাগড়ির মাথায় ভাঁজ থেকে একটি পালকের মতো তৈরি হয়েছিল। যেভাবে পাগড়ি দিয়ে মাথা ঢেকেছিলেন সেইধরণের পাগড়িকে মোথদা বলা হয়৷
advertisement
advertisement
এর আগে ২০২২ সালে, ৭৬তম স্বাধীনতা দিবসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সাদা পাগড়ি পরেছিলেন। এতে তিরঙ্গা ডোরা কাটা ছিল। গত স্বাধীনতা দিবসের ট্যাগলাইন ছিল 'হর ঘর তিরঙ্গা' যে প্রচারের সঙ্গে মিলে যায় তাঁর সাজগোজটি৷ পাগড়িটি প্রধানমন্ত্রী মোদির সাদা কুর্তা এবং নীল জ্যাকেটের সাজকে আরও দারুণ করে তুলেছিল৷
advertisement
advertisement