৮ চলতি বছর সেনা দিবস উপলক্ষে বিরাটকে চিফ অফ আর্মি স্টাফ কম্যান্ডেশন কার্ড দিয়েও সম্মানিত করা হয়েছে। বিরাট বেশ লম্বা ঘোড়া।
2/ 4
বিরাট ২০০৩ সালে হেমপুরের রিমাউন্ট ট্রেনিং স্কুল থেকে রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে যোগ দিয়েছিল কাজে। বিরাট হনভেরিয়ান জাতের ঘোড়া। একজন আধিকারিক বলেছেন, গত বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড এবং বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে বার্ধক্য সত্ত্বেও দুর্দান্ত পারফর্ম করেছিল বিরাট।
3/ 4
ওই অফিসার বলেছেন, তিনি বিরাটের উপর চড়ে চারবার প্যারেডে রাষ্ট্রপতিকে স্যালুট করার সুযোগ পেয়েছেন। তাঁর মতে এটা গর্বের বিষয়। বিরাট তাঁকে প্রথমবার নার্ভাস হওয়া থেকে বাঁচিয়েছিল। তাঁর মতে, বিরাট সব ঘোড়ার থেকে আলাদা।
4/ 4
৭৩তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিরাট ছিল প্রধান আকর্ষণ। বিরাট এদিন কাজ থেকে অবসর নিল। তবে তার সেবা ও কর্মঠ স্বভাবের জন্য সবাই তাকে সেলুট জানিয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও বিরাটের সঙ্গে ছিলেন বেশ কিছুটা সময়।