পুরুষদের প্যারেডের নেতৃত্বে ক্যাপ্টেন তানিয়া শেরগিল, ৭১ তম প্রজাতন্ত্র দিবসেও দিল্লির রাজপথে চমকের ছড়াছড়ি
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রজাতন্ত্র দিবসে এবার নতুন অনেক কিছুই। অমর জওয়ান জ্যোতি থেকে নয়, প্রধানমন্ত্রী এবার নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান জাতীয় ওয়ার মেমোরিয়াল থেকে।
সামনে শের। পিছনে পুরুষ পদাতিক বাহিনী। নামেই শের। তিনি ক্যাপ্টেন তানিয়া শেরগিল। দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম পুরুষ পদাতিক বাহিনীর নেতৃত্বে মহিলা প্যারাড অ্যাডজুটান্ট তানিয়া শেরগিল। প্রজাতন্ত্র দিবসে এবার নতুন অনেক কিছুই। অমর জওয়ান জ্যোতি থেকে নয়, প্রধানমন্ত্রী এবার নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান জাতীয় ওয়ার মেমোরিয়াল থেকে।
advertisement
প্রজাতন্ত্রের ৭১। দিল্লির রাজপথে কুচকাওয়াজ। ৯০ মিনিটের বর্ণাঢ্য অনুষ্ঠান। এবার অনেক কিছুই প্রথম। অনেক কিছুই নতুন। প্রতিবারই এই দিনে দিল্লিতে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ৪৮ বছরের প্রথায় এবার বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত জওয়ানদের শ্রদ্ধা জানালেন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ২০১৯-এর ফেব্রুয়ারিতে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদিই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement