Delhi News: ২৪ ঘণ্টার জন্য জারি Yellow Alert! বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি নিয়ে জারি সতর্কতা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই পরিস্থিতি ২৮ ঘণ্টা চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
advertisement
advertisement
আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লির পাশাপাশি পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবে। পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে আজ সর্বোচ্চ বৃষ্টি হবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামিকালও মেঘের মতো বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। দিল্লি-এনসিআরে বৃষ্টি চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, দিল্লি-এনসিআর-এ গত ২৪ ঘণ্টা ধরে বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে হাল্কা বৃষ্টি হলেও, পরে সন্ধ্যার দিকে ঝমঝম করে পরতে থাকে৷ রাতেও তা চলতে থাকে৷
advertisement
আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে ভোর ৫.৩০টা পর্যন্ত দিল্লিতে জুড়ে ৭০.৮ মিমি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পালাম অবজারভেটরিতে, যেখানে ১০১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনি বলেন, বৃষ্টির ধারাবাহিকতা চলছে, তাই এই সংখ্যা আরও বাড়বে। গত বছর সেপ্টেম্বর মাসে ১১৭ মিলিমিটার,২০০৯ সালে ৯৩.৮ মিমি এবং ২০১৭ সালে ৭৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল৷
advertisement