যে কারণে মুখ্যমন্ত্রী নির্বাচনে প্রবীণেই আস্থা রাহুলের

Last Updated:
1/9
১১ ডিসেম্বর,২০১৭ সালে পেয়েছিলেন দলের সভাপতির পদ । তার একবছর বাদেই ছত্তীসগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে সরকার গড়তে চলেছে দল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি ও কংগ্রেসের সাফল্যই এই মুহূর্তে সংবাদ শিরোনামে । (ছবি: সংগৃহীত)
১১ ডিসেম্বর,২০১৭ সালে পেয়েছিলেন দলের সভাপতির পদ । তার একবছর বাদেই ছত্তীসগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে সরকার গড়তে চলেছে দল। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধি ও কংগ্রেসের সাফল্যই এই মুহূর্তে সংবাদ শিরোনামে । (ছবি: সংগৃহীত)
advertisement
2/9
দফায় দফায় বৈঠক, নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের কাজটাও খুব একটা সহজ ছিল না কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জন্য । মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়ে ছিলেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।অন্যদিকে রাজস্থানে এই পদের দাবিদার ছিলেন অশোক গেহলত ও সচিন পাইলট। আর শেষপর্যন্ত প্রবীণ নেতাদেরকেই রাজ্য পরিচালনার ভার দিয়েছেন রাহুল। (ছবি: সংগৃহীত)
দফায় দফায় বৈঠক, নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের কাজটাও খুব একটা সহজ ছিল না কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জন্য । মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়ে ছিলেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ।অন্যদিকে রাজস্থানে এই পদের দাবিদার ছিলেন অশোক গেহলত ও সচিন পাইলট। আর শেষপর্যন্ত প্রবীণ নেতাদেরকেই রাজ্য পরিচালনার ভার দিয়েছেন রাহুল। (ছবি: সংগৃহীত)
advertisement
3/9
এই সিদ্ধান্তের পরেই উঠছে প্রশ্ন কেন একজন তরুণ নেতা হয়েও ২০১৯ এর আগে রাজ্য পরিচালনার ভার প্রবীণ নেতাদেরই দিলেন রাহুল? প্রশ্নের পাশাপাশি উঠে আসছে বেশ কয়েকটি কারণও । (ছবি: সংগৃহীত)
এই সিদ্ধান্তের পরেই উঠছে প্রশ্ন কেন একজন তরুণ নেতা হয়েও ২০১৯ এর আগে রাজ্য পরিচালনার ভার প্রবীণ নেতাদেরই দিলেন রাহুল? প্রশ্নের পাশাপাশি উঠে আসছে বেশ কয়েকটি কারণও । (ছবি: সংগৃহীত)
advertisement
4/9
গান্ধি পরিবারের প্রতি সাতষট্টি বছরের গেহলতের আনুগত্য প্রশ্নাতীত। ইন্দিরা গান্ধি থেকে সনিয়া হয়ে রাহুল। প্রসঙ্গত, নরসিমহা রাও এর মন্ত্রীসভার সদস্যও ছিলেন গেহলত । যোধপুর থেকে প্রথমবার ভোটে লড়ার টিকিট গেহলতকে দিয়েছিলেন সঞ্জয় গান্ধি।  গান্ধি পরিবারের সব প্রজন্মের কাছে গেহলতের সমান গ্রহণযোগ্যতা। রাজস্থানের ‘গান্ধি’ হিসাবে পরিচিত গেহলত চলতি বছরে গুজরাত এবং কর্নাটক ভোটে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। (ছবি: সংগৃহীত)
গান্ধি পরিবারের প্রতি সাতষট্টি বছরের গেহলতের আনুগত্য প্রশ্নাতীত। ইন্দিরা গান্ধি থেকে সনিয়া হয়ে রাহুল। প্রসঙ্গত, নরসিমহা রাও এর মন্ত্রীসভার সদস্যও ছিলেন গেহলত । যোধপুর থেকে প্রথমবার ভোটে লড়ার টিকিট গেহলতকে দিয়েছিলেন সঞ্জয় গান্ধি। গান্ধি পরিবারের সব প্রজন্মের কাছে গেহলতের সমান গ্রহণযোগ্যতা। রাজস্থানের ‘গান্ধি’ হিসাবে পরিচিত গেহলত চলতি বছরে গুজরাত এবং কর্নাটক ভোটে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। (ছবি: সংগৃহীত)
advertisement
5/9
২০০৮ সালে প্রবল বিক্ষোভ হলেও গেহলতকে বেছেছিলেন সোনিয়া। রাজস্থানে এর আগেও দুবার মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন গেহলত । তাই তারুণ্যের তুলনায় অভিজ্ঞতাকেই  বেশি গুরুত্ব দেওয়া সমিচীন বলে মনে করেছেন রাহুল। তবে তারুণ্যের ভারসাম্য রাখতে উপমুখমন্ত্রী পদে সচিন পাইলটকে দায়িত্ব দিয়েছেন কংগ্রেস সুপ্রিমো । (ছবি: সংগৃহীত)
২০০৮ সালে প্রবল বিক্ষোভ হলেও গেহলতকে বেছেছিলেন সোনিয়া। রাজস্থানে এর আগেও দুবার মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন গেহলত । তাই তারুণ্যের তুলনায় অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেওয়া সমিচীন বলে মনে করেছেন রাহুল। তবে তারুণ্যের ভারসাম্য রাখতে উপমুখমন্ত্রী পদে সচিন পাইলটকে দায়িত্ব দিয়েছেন কংগ্রেস সুপ্রিমো । (ছবি: সংগৃহীত)
advertisement
6/9
অন্যদিকে মধ্যপ্রদেশের চিন্দওয়ারা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কমল নাথ। মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন নিপুণভাবে। চিন্দওয়ারা থেকে ৯ বার সাংসদ পদে নির্বাচিত হওয়ার কৃতীত্বও রয়েছে তাঁর । (ছবি: সংগৃহীত)
অন্যদিকে মধ্যপ্রদেশের চিন্দওয়ারা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কমল নাথ। মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন নিপুণভাবে। চিন্দওয়ারা থেকে ৯ বার সাংসদ পদে নির্বাচিত হওয়ার কৃতীত্বও রয়েছে তাঁর । (ছবি: সংগৃহীত)
advertisement
7/9
রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপির সঙ্গে সংখ্যার তারতম্য খুব একটা বেশি নয়। মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি ও বিএসপির সমর্থন পেয়েছে কংগ্রেস । সেক্ষেত্রে ২০১৯ এর আগে আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করতে প্রয়োজন যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতার। (ছবি: সংগৃহীত)
রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপির সঙ্গে সংখ্যার তারতম্য খুব একটা বেশি নয়। মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টি ও বিএসপির সমর্থন পেয়েছে কংগ্রেস । সেক্ষেত্রে ২০১৯ এর আগে আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ করতে প্রয়োজন যথাযথ রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতার। (ছবি: সংগৃহীত)
advertisement
8/9
 বিজেপিকে পরাস্ত করতে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বেশ কয়েকটি দল, ফলত ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জোটগঠনের কাজ তরান্বিত করতেও রাজনৈতিক অভিজ্ঞতার উপরই রাহুল ভরসা করেছেন বলে ধারণা । (ছবি: সংগৃহীত)
বিজেপিকে পরাস্ত করতে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে বেশ কয়েকটি দল, ফলত ২০১৯ লোকসভা নির্বাচনের আগে জোটগঠনের কাজ তরান্বিত করতেও রাজনৈতিক অভিজ্ঞতার উপরই রাহুল ভরসা করেছেন বলে ধারণা । (ছবি: সংগৃহীত)
advertisement
9/9
এছাড়াও লোকসভা নির্বাচনের প্রচারে দলের তরুণ নেতাদেরকেই প্রাধান্য দিতে পারেন রাহুল। ফলে রাজ্যচালনার ভার প্রবীণ নেতাদের দিয়ে ২০১৯ এর আগে খুঁটি শক্ত করতে চাইছেন রাহুল। (ছবি: সংগৃহীত)
এছাড়াও লোকসভা নির্বাচনের প্রচারে দলের তরুণ নেতাদেরকেই প্রাধান্য দিতে পারেন রাহুল। ফলে রাজ্যচালনার ভার প্রবীণ নেতাদের দিয়ে ২০১৯ এর আগে খুঁটি শক্ত করতে চাইছেন রাহুল। (ছবি: সংগৃহীত)
advertisement
advertisement
advertisement