RASGULLA: ৯৯% বাঙালিই চেনে না... কলকাতার রসগোল্লাকে বলে বলে দেয় দশ গোল! বিশ্ববিখ্যাত এই 'অ্যাটম বোমা' রসগোল্লা কোথায় পাবেন? আপনি জানেন তো?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rasgulla: রসগোল্লা নয়, 'অ্যাটম বোমা'! কোথায় পাবেন জানেন বিশ্ববিখ্যাত এই রসগোল্লা? পৃথিবী জোড়া খ্যাতি এই শহরের! চিনে নিন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এখানকার রসগোল্লাগুলি মিহি ময়দা এবং পাতলা চিনির সিরাপ ছাড়াই খাঁটি ছানা দিয়ে তৈরি করা হয়। এছাড়া এখানে অন্যান্য ধরনের মিষ্টি তৈরি করা হয়। মানুষ বিয়ে বা অন্যান্য বড় অনুষ্ঠানে অর্ডার দিয়ে রসগোল্লা নিয়ে যায় বাধিয়া থেকে। বাধিয়ায় প্রায় শতাধিক ছোট-বড় মিষ্টির দোকান রয়েছে, যেখানে এমন রসগোল্লা তৈরি হয়। (ছবি- নিউজ 18)
advertisement
রসগোল্লা তৈরির কারিগরদের কথায়, দিয়ারা এলাকা ও আশপাশের এলাকার দুধ থেকে ছানা বানানো হয়। সেই ছানা প্রচণ্ড ভাল করে মর্দনের পরেই গড়া হয় মিষ্টি। যার কারণে এখানে তৈরি রসগোল্লা নরম এবং খুব হালকা হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এটি ময়দা এবং চিনির পাতলা রস ছাড়াই তৈরি হয়, যা এটিকে আরও সুস্বাদু করে তোলে। (ছবি- নিউজ 18)
advertisement
advertisement
এখানে ১০০টিরও বেশি রসগোল্লার দোকান রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় এক থেকে দুই কুইন্টাল রসগোল্লা বিক্রি হয়। এটি তৈরিতে প্রচুর কারিগরদেরও নিযুক্ত করা হয়। এখানে এক একটি দোকানে প্রায় ২০ থেকে ২৫ জন কারিগর কাজ করে। অর্থাৎ প্রতিদিন প্রায় ২৫০০ জনের সংসার চলে শুধু এই রসগোল্লার ব্যবসা থেকে। (ছবি- নিউজ 18)