১৫০য় মহাত্মা , ফিরে দেখা কিছু বিরল ছবি

Last Updated:
1/7
২ অক্টোবর ১৮৬৯-এ গুজরাতের পোরবন্দরে জন্ম হয় মোহন দাস করম চাঁন্দ গান্ধির ৷ পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন দেশর জনক, সকলের বাপু ৷ আজ তাঁর ১৫০তম জন্মতিথিতে  ফিরে দেখা গান্ধিজির জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত ৷
২ অক্টোবর ১৮৬৯-এ গুজরাতের পোরবন্দরে জন্ম হয় মোহন দাস করম চাঁন্দ গান্ধির ৷ পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন দেশর জনক, সকলের বাপু ৷ আজ তাঁর ১৫০তম জন্মতিথিতে ফিরে দেখা গান্ধিজির জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত ৷
advertisement
2/7
মোহনদাস গান্ধি বিদ্যালয় ৷ সৌরাষ্ট্রের প্রথম ইংরেজি মাধ্যম হাইস্কুল এটি ৷ প্রাথমিকভাবে নাম ছিল রাজকোট ইংলিশ স্কুল ৷ পরবর্তীকালে এই স্কুলে গান্ধিজির নামে নামকরণ হয় ৷ মহত্মা গান্ধি এই স্কুলে পড়তেন এবং ১৮৮৭-এ তিনি স্কুল পাশ করেন ৷ তখন তাঁর বয়স ১৮ ৷
মোহনদাস গান্ধি বিদ্যালয় ৷ সৌরাষ্ট্রের প্রথম ইংরেজি মাধ্যম হাইস্কুল এটি ৷ প্রাথমিকভাবে নাম ছিল রাজকোট ইংলিশ স্কুল ৷ পরবর্তীকালে এই স্কুলে গান্ধিজির নামে নামকরণ হয় ৷ মহত্মা গান্ধি এই স্কুলে পড়তেন এবং ১৮৮৭-এ তিনি স্কুল পাশ করেন ৷ তখন তাঁর বয়স ১৮ ৷
advertisement
3/7
তবে তার অনেক আগেই ১৮৮৩-এ ১৩ বছর বয়সে মোহন দাসের বিয়ে হয় কস্তুরবাই মখানজি কাপাডিয়ার সঙ্গে ৷ জীবনের সবস্তরে, সব সিদ্ধান্তে স্বামীকে সমর্থন করে গিয়েছেন তিনি ৷
তবে তার অনেক আগেই ১৮৮৩-এ ১৩ বছর বয়সে মোহন দাসের বিয়ে হয় কস্তুরবাই মখানজি কাপাডিয়ার সঙ্গে ৷ জীবনের সবস্তরে, সব সিদ্ধান্তে স্বামীকে সমর্থন করে গিয়েছেন তিনি ৷
advertisement
4/7
১৮৮৮ তিনি স্নাতক হন ৷
১৮৮৮ তিনি স্নাতক হন ৷
advertisement
5/7
১৮৯৩তে ঘটে সেই বিশেষ ঘটনা ৷ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখেন গান্ধিজি ৷ কিন্তু প্রথম থেকেই তিনি বর্ণবৈষ্যমের শিকার হন ৷ পিটারম্যারিটজবার্গ স্টশনে তাঁকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন এক ইংরেজ ৷ কারণ তখন দক্ষিণ আফ্রিকাকে ছিল ব্রিটিশ রাজ ৷ প্রথামাফিক কালো চামড়ার কেউ ইংরেজদের সঙ্গে একই কামরায় যাত্রা করতে পারবে না ৷ নির্দিষ্ট টিকাট থাকার পরও, তাই গান্ধিজিকে এই অমপান সহ্য করতে হয় ৷
১৮৯৩তে ঘটে সেই বিশেষ ঘটনা ৷ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখেন গান্ধিজি ৷ কিন্তু প্রথম থেকেই তিনি বর্ণবৈষ্যমের শিকার হন ৷ পিটারম্যারিটজবার্গ স্টশনে তাঁকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেন এক ইংরেজ ৷ কারণ তখন দক্ষিণ আফ্রিকাকে ছিল ব্রিটিশ রাজ ৷ প্রথামাফিক কালো চামড়ার কেউ ইংরেজদের সঙ্গে একই কামরায় যাত্রা করতে পারবে না ৷ নির্দিষ্ট টিকাট থাকার পরও, তাই গান্ধিজিকে এই অমপান সহ্য করতে হয় ৷
advertisement
6/7
এরপর থেকে শুরু হয় গান্ধিজির রাজনৈতিক লড়াই ৷
এরপর থেকে শুরু হয় গান্ধিজির রাজনৈতিক লড়াই ৷
advertisement
7/7
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী নাথুরাম গডসে ৷
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী নাথুরাম গডসে ৷
advertisement
advertisement
advertisement