সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার চরম বিরোধীতা করেছিলেন তিনি ৷ সরকারে থাকুন বা বিরোধী শিবিরে, সুষমার সঙ্গে প্রতিপক্ষ দলের নেতাদের সবসময়েই সুসম্পর্ক। সংসদের দাঁড়িয়ে তুমুল আক্রমণ। কিন্তু, বাইরে সখ্য। তা সে সনিয়া গান্ধি হোন বা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শীলা দীক্ষিত।