Ranya Rao News: শরীরে লুকোনো ১২ কোটির সোনা! নিজে নামী অভিনেত্রী, কিন্তু গ্রেফতার রানিয়া রাওয়ের বাবা কে জানেন? শুনে চমকে উঠছে গোটা দেশ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Ranya Rao News: ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ওই কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে।
advertisement
তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে DRI। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রানিয়া রাও (Ranya Rao) কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ। ২০১৪ সালে ‘মাণিক্য’ সিনেমাতে কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০১৬ সালে তামিল সিনেমা ‘ওয়াঘা’ এবং ২০১৭ সালের কন্নড় সিনেমা ‘পটাকি’-তে অভিনয় করেন। কন্নড় সিনেমা জগতে তাঁর অবদান প্রশংসনীয় হলেও, এবার তাঁর এই পাচারের ঘটনা তাঁকে বিতর্কের মধ্যে ফেলেছে।