সেখানে বলা হয়, বুধবার তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বেশকিছু জায়গায় চাঁদ দেখা গিয়েছে । বিভিন্ন জায়গায় চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে নিযুক্ত কাজি সাহেবরা এই তথ্য জানিয়েছেন । (Image: AP)
5/ 12
এরপরেই আজ থেকে রামজান মাসের সূচনার কথা ঘোষণা করে রুয়াত-ই-হিলাল কমিটি এবং ইমারাত-ই-শারাইয়া-হিন্দ । (Image: AP)
6/ 12
ভারতের পাশাপাশি সৌদি আরব, ইন্দোনেশিয়া, ইজিপ্ট-সহ পশ্চিমের একাধিক দেশে আজ থেকে শুরু হল রমজান মাস । (Image: AP)
7/ 12
চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে শুক্রবার থেকে শুরু হবে রোজা রাখা । (Image: AP)
8/ 12
এই একমাস মুসলিমরা দিনের বেলা কোনও খাবার বা পানীয় গ্রহণ করেন না। (Image: AP)
9/ 12
এই একমাস শুদ্ধ পবিত্র ভাবে সময় কাটিয়ে অতীতের সব পাপ, কর্মফল মুছে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান তারা (Image: AP)
10/ 12
এই সময় খারাপ কথা, খারাপ চিন্তা করা বারণ ৷ এই সময় ধর্মপ্রাণ মুসলিমরা মিথ্যে কথা পর্যন্ত বলেন না। (Image: AP)
11/ 12
মেয়েরা ১২ বছরের পর থেকে এবং ছেলেরা ১৫ বছর বয়সের পর থেকে রোজা রাখতে পারে। (Image: AP)
12/ 12
রমজান মাসের শেষে পালিত হয় ইদ-উল-ফিতর (Image: Reuters)
সেখানে বলা হয়, বুধবার তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের বেশকিছু জায়গায় চাঁদ দেখা গিয়েছে । বিভিন্ন জায়গায় চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে নিযুক্ত কাজি সাহেবরা এই তথ্য জানিয়েছেন । (Image: AP)