রাখির দাম ৫ লাখ! এ রাখি সোনায় মোড়া, রূপোয় বাঁধানো৷ এমনই দামী রাখি বিক্রি হচ্ছে গুজরাতের সুরাতে৷ শুধু সোনা-রূপো নয় অত্যন্ত দামী ধাতু প্ল্যাটিনামের রাখিও রয়েছে৷ রয়েছে হিরে খচিত রাখি৷ রাখি দেখতেই ভিড় করছেন হাজার হাজার মানুষ৷ (Photo-ANI)
advertisement
2/5
এই রাখি শুধু রাখি উৎসবের জন্যই নয়, গয়না হিসেবেও পরা যাবে৷ এভাবেই তৈরি করা হয়েছে৷ জানিয়েছেন সুরাতের স্বর্ণ ব্যবসায়ী দীপক ভাই চোকসি৷ আমরা প্রতি বছর নিত্য নতুন ভাবে চেষ্টা করি এই উৎসব উদযাপন করা৷ এবছর সোনা-রূপোর রাখি তৈরি করে কিছুটা চমকের চেষ্টা করছি৷ জানিয়েছেন দীপক ভাই চোকসি৷
advertisement
3/5
স্থানীয় ক্রেতা সিমরান সিং জানিয়েছেন, সোনা-রূপো-প্ল্যাটিনাম-হিরে দিয়ে অনেক রকম রাখি তৈরি হয়েছে৷ শোরুমে গিয়ে দেখতেও খুব সুন্দর লাগে৷ রাখি দেখতেও সোনার দোকানে ভিড়ও করছেন অনেকে৷ শোরুমে ৪০০টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত রাখি রয়েছে৷
advertisement
4/5
রাখি বা রক্ষাবন্ধনের জন্য মুখিয়ে রয়েছেন ভাই বোনেরা৷ ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের জন্য শুভ কামনা করবেন বোনেরা৷ ভাই বোনের পবিত্র বন্ধনের উদযাপন হবে এই রাখি বন্ধনের মাধ্যমে৷ এই রীতি চলে আসছে বছরের পর বছর৷
advertisement
5/5
শুধু ভাই-বোন নয়, বন্ধুদের মধ্যেও রাখি বাঁধার রীতি রয়েছে৷ অর্থাৎ রাখি বন্ধন এককথায় মিলন উৎসব৷ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বঙ্গের (বাংলাদেশ) মানুষের হাতে রাখি পরিয়ে দেন৷