Rain Alert || Weather Update: বৃষ্টির Alert হাড় কাঁপানো শীতে! তুষারপাতের কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় যা হতে চলেছে! জানুন ওয়েদার আপডেট
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
হাঁড়হিম শীতের স্পেল শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই শীতের মধ্যেই আট রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে কী হতে চলেছে?
জানুয়ারি পড়তেই হাঁড়হিম শীত স্পেল শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এই শীতের মধ্যেই অন্যদিকে মহারাষ্ট্র সহ-সাত রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পঞ্জাব ও হরিয়ানায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি গুজরাত ও রাজস্থানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ বিহার, উত্তরপ্রদেশ-সহ মধ্যপ্রদেশের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
advertisement
advertisement
গত ২৪ ঘন্টায়, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার কিছু অংশ সহ কেরালা এবং কর্ণাটকের এক বা দুটি জায়গায় ভারী থেকে খুব ভারী বর্ষণ সহ কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি বৃষ্টির কারণে ঠান্ডা বেড়েছে। ছত্তিশগড়, দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং তেলেঙ্গানার ১২টি অংশে আজ হালকা বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে, নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরের একটি ট্রফ দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ থেকে পশ্চিম বিদর্ভ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উত্তর মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় হালকা বৃষ্টি হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশে ঘন থেকে খুব ঘন কুয়াশা পড়তে পারে।
advertisement
advertisement
advertisement
রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। গত পাঁচ বছরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পতন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ মরশুমের শীতলতম দিন। সকাল থেকে উত্তুরে হাওয়ার দাপট। কনকনে ঠান্ডার কাঁপছে জেলাগুলি। পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের পরিস্থিতি। উত্তরবঙ্গের দু এক জেলায় ঘন কুয়াশা থাকবে। রবিবার পর্যন্ত পারদ পতন জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।