পুরীর মন্দিরে নতুন নিয়ম, টিকিট কেটে ঢুকলেই আরও কাছে পান জগন্নাথদেবকে

Last Updated:
1/4
ভক্তদের জন্য অবশ্যই স্বস্তির খবর ৷ পুরীর মন্দিরে ভিড়ে ঠেলে অনেকসময়েই জগন্নাথ দর্শন খুব কঠিন হয়ে পড়ে ৷ এবার সেই সমস্যার সমাধান ৷ পুরীর মন্দিরে চালু হল টিকিট ব্যবস্থা ৷ যা কাটলেই ভিড় এড়িয়ে জগন্নাথ দর্শন সহজেই সম্ভব হবে ৷ Photo: Collected
ভক্তদের জন্য অবশ্যই স্বস্তির খবর ৷ পুরীর মন্দিরে ভিড়ে ঠেলে অনেকসময়েই জগন্নাথ দর্শন খুব কঠিন হয়ে পড়ে ৷ এবার সেই সমস্যার সমাধান ৷ পুরীর মন্দিরে চালু হল টিকিট ব্যবস্থা ৷ যা কাটলেই ভিড় এড়িয়ে জগন্নাথ দর্শন সহজেই সম্ভব হবে ৷ Photo: Collected
advertisement
2/4
পুরীর জগন্নাথ দর্শনে এবার চালু হচ্ছে টিকিট ৷ দিনে চারবার মিলবে টিকিট কেটে জগন্নাথ দর্শনের সুযোগ ৷ পাশাপাশি চালু থাকবে বিনামূল্যে দর্শনের ব্যবস্থাও ৷ Photo: Collected
পুরীর জগন্নাথ দর্শনে এবার চালু হচ্ছে টিকিট ৷ দিনে চারবার মিলবে টিকিট কেটে জগন্নাথ দর্শনের সুযোগ ৷ পাশাপাশি চালু থাকবে বিনামূল্যে দর্শনের ব্যবস্থাও ৷ Photo: Collected
advertisement
3/4
প্রতিদিন ৬০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে ৷ বাকী ৩৫ শতাংশ টিকিট কাটা যাবে মন্দির চত্বর থেকে ৷
প্রতিদিন ৬০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে ৷ বাকী ৩৫ শতাংশ টিকিট কাটা যাবে মন্দির চত্বর থেকে ৷
advertisement
4/4
টিকিট কেটে দর্শনের নয়া নিয়মের পাশাপাশি মন্দিরের সোনা নিয়েও বড় পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। ভক্তরা দেবতাকে যেসব সোনার অলঙ্কার দিয়ে থাকেন, সেই বিপুল পরিমাণ সোনা এবার ‘গোল্ড মানিটাইজেশন স্কিমে’ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
টিকিট কেটে দর্শনের নয়া নিয়মের পাশাপাশি মন্দিরের সোনা নিয়েও বড় পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। ভক্তরা দেবতাকে যেসব সোনার অলঙ্কার দিয়ে থাকেন, সেই বিপুল পরিমাণ সোনা এবার ‘গোল্ড মানিটাইজেশন স্কিমে’ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
advertisement
advertisement